Sunday, November 23, 2025

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি দম্পতির, গ্রেফতার পুকুর মালিক পঞ্চায়েত সদস্য

Date:

Share post:

দিনের পর দিন পুকুরে দামি দামি মাছ চুরি। সেই মাছ চুরি আটকাতে দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ। পুকুরের চারধারে ইলেকট্রিকের (Electric) তার (Wire) দিয়ে বেড়ার মতো ঘিরে দিয়েছিলেন এক পঞ্চায়েত সদস্য (Panchayat Member)। সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হয়ে মৃত্যু হয় স্থানীয় দম্পতির(Couple)। গতকাল, এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মেদিনীপুর (Medinipore) শহর সংলগ্ন জামকুন্ডা এলাকায়। মৃতরা হলেন বাপি মান্ডি ও তাঁর স্ত্রী কণিকা মান্ডি। এরপরই গা ঢাকা দিয়েছিলেন পুকুরের মালিক স্থানীয় এক পঞ্চায়েত সদস্য।

পুকুরের পাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী দম্পতির প্রাণহানির ঘটনায় তোলপাড় শুরু হয়। তবে শেষরক্ষা হল না। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত (Accused) পঞ্চায়েত সদস‌্য শেখ সৈয়দ আলি। কেশপুর থেকে গ্রেফতার (Arrest) করা হয় তাঁকে। ধৃতকে আজ, বৃহস্পতিবার তোলা হবে আদালতে।

মৃতদের পরিবারের তরফে অভিযোগ, বুধবার ভোর রাতে পঞ্চায়েত সদস্যের পুকুরের ধারে শৌচকর্ম করতে গিয়েছিলেন দম্পতি। এরপর হাত-পা ধুতে তাঁরা যখন পুকুরে নামেন তখনই ওই বিদ্যুতের শরীরে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন দু’জনে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দম্পতির। ভোরবেলা পুকুরটির মালিক তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ সৈয়দ আলি যখন পুকুড় পাড়ে যান, তখন দু’জনকেই মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। অভিযোগ, এরপরই তিনি তড়িঘড়ি সমস্ত ইলেকট্রিকের তার গুটিয়ে নিয়ে বাড়ি চলে যান।

ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতদের পরিবার ও এলাকার স্থানীয় বাসিন্দারা মিলে ওই পঞ্চায়েত সদস্যের বাড়িতে গিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। আতঙ্কে বাড়ি ছেড়ে পালায় সদস্যের পরিবারের সকলে। এদিকে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ (Protests) দেখাতে থাকেন মৃতের পরিবার পরিজনেরা।

বিক্ষোভকারীদের দাবি, দোষী যতক্ষণ না ধরা পড়বে ততক্ষণ পর্যন্ত দেহ নিয়ে যেতে দেবেন না তাঁরা। রাস্তা অবরোধও করারও চেষ্টা করেন বিক্ষোভকারীরা। কিন্তু পুলিশ এসে তাঁদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর র‌্যাফ নামিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

spot_img

Related articles

উত্তরাখণ্ডের সরকারি স্কুলের কাছ থেকে উদ্ধার ১৬১টি জিলেটিন স্টিক! চাঞ্চল্য এলাকায়

দিল্লির লালকেল্লার সামনে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনা কয়েকদিন যেতে না যেতেই এবার উত্তরাখণ্ডের (Uttarakhand) আলমোড়ায় এক সরকারি স্কুলের...

লালকেল্লার সামনে বিস্ফোরণ কাণ্ডে কাশ্মীর থেকে ধৃত আরও ১, মিলেছে জইশ যোগ!

রাজধানীতে লালকেল্লার (Red fort) সামনে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনায় বাড়ল গ্রেফতারির সংখ্যা। শনিবার পুলওয়ামা থেকে এক সন্দেহভাজন যুবক...

‘মানচিত্র খাবো’, উৎপল সিনহার কলম

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি... অবিস্মরণীয় এই লেখাটির স্রষ্টা সুকান্ত ভট্টাচার্য। আবার, রুটির বিনিময়ে প্রিয়ার চোখের মণি...

 ‘ব্ল্যাক টাইগার’-এর অজানা কাহিনি: এক ভারতীয় বীরের জীবনসংগ্রাম

ভারতের রাজস্থানের শ্রীগঙ্গানগরের এক ধুলোমাখা শহরে ১৯৫২ সালে জন্মেছিল এক সাধারণ ছেলে—রাভিন্দ্র কৌশিক। স্কুল-কলেজে নাচ, নাটক, অভিনয়ে সবার...