Tuesday, August 26, 2025

ভাইফোঁটার সকালে বাজার আগুন। দামের ঝাঁঝে শীতের আমেজেও বিন্দু বিন্দু ঘাম জমছে মধ্যবিত্তের কপালে। মাছ থেকে সবজি, মাংস থেকে মিষ্টি, ফল বেড়েছে সবকিছুর দাম। কিন্তু এমন বিশেষ দিন কি আর রোজ রোজ আসে! তাই অনেকে পকেটের কথা ভুলে বাজার করছেন। আবার অনেকেই বাজারে গিয়ে চড়া দাম দেখে মেনু পরিবর্তনের পরিকল্পনা করে ফেলেছেন।

আজ বাজারে দেড় কিলো ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা দরে। এক কিলো ওজনের ইলিশ আবার ১২০০ টাকা কেজি। তার থেকে ছোট ওজনের মাছও রয়েছে। দাম কিছুটা কম।

ভেটকি মাছ ৬০০ টাকা। তপসে ৮০০ টাকা। পাবদা ৭০০ টাকা কেজি।পারশে বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজিতে। গলদা চিংড়ি ৮০০ টাকা। পমফ্রেট ৭০০ টাকা কিলো। চিতলের কিলো ৭০০ টাকা।

দাম বেড়েছে সেই রুই কাতলারও। টাটকা রুই মাছ এক কেজি ওজনের বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি প্রতি। কাতলা ৪০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত ওজন অনুযায়ী।

খাসির মাংস কেজি বেড়ে হয়েছে ৮০০ টাকা। তবে দাম কমেছে মুরগির মাংসের। মুরগির মাংসের দাম কমে হয়েছে ১৯০ টাকা।

শুধু মাছ বা মাংস নয়, সবজির দামও আকাশ ছোঁয়া। দাম বেড়েছে নিত্যদিনের সব সবজির। কাঁচালঙ্কা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি প্রতি। বেগুন ৭০ টাকা কেজি। পটল ৭০-৮০ টাকা কেজি। উচ্ছে ৬০-৮০ টাকা।
এঁচোড় ১৫০-২৫০ টাকা কিলো প্রতি। ক্যাপসিকাম ১৫০ টাকা কিলো। বিনস ১৫০ টাকা। গাজর ৮০ টাকা। সিম ১২০ টাকা কেজি। ঝিঙ্গে ৭০ টাকা।
ফুলকপি ২০-৩০ টাকা। কুমড়ো ৩০-৪০ টাকা। পেঁয়াজ কলি বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকায়।

চন্দ্রমুখী আলু ৪০ টাকা। জ্যোতি আলু ৩০ টাকা। পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা। রসুন ১০০ টাকা। আদা ১৬০ টাকা।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version