Monday, November 10, 2025

মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে কারচুপি! যাবতীয় নথি সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে (Medical Council Election) কারচুপির অভিযোগে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছিল মামলা। শুক্রবার সেই মামলাতেই একগুচ্ছ নির্দেশ দিল হাইকোর্ট। এদিন মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনের যাবতীয় নথি সংরক্ষণ করতে হবে বলে সাফ জানিয়েছে আদালত। হাইকোর্ট এদিনের রায়ে সাফ জানিয়েছে, মেডিক্যাল কাউন্সিলের মামলার রায়ের উপরেই নির্ভর করবে নির্বাচনের আগামী ফলের ভবিষ্যৎ। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের (Vaccation Bench) বিচারপতি জয় সেনগুপ্ত। এই মামলার আগামী শুনানি রেগুলার বেঞ্চেই (Regular Bench) হবে বলে জানিয়েছে হাইকোর্ট।

শুক্রবার কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্ত আরও জানিয়েছেন, মেডিক্যাল কাউন্সিল নির্বাচনের ফল ঘোষণায় এখনই স্থগিতাদেশ নয়। তবে নির্বাচনের কোনও নথি নষ্ট করা যাবে না। নির্বাচনের যাবতীয় নথি সংরক্ষণ করতে হবে। আগামী দিনে আদালতের নির্দেশের উপর নির্ভর করবে নির্বাচনী ফলাফলের ভবিষ্যৎ। হাইকোর্ট এদিন আরও জানিয়েছে, পুজোর ছুটির পরে আদালত খুললে নির্দিষ্ট বেঞ্চে এই মামলার শুনানি হবে।

উল্লেখ্য, মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক কারচুপির (Rigging) অভিযোগ তোলে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস (Joint Platform of Doctors) এবং মেডিক্যাল সার্ভিস সেন্টার (Mediacal Service Centre) এবং সার্ভিস ডক্টরস ফোরাম (Service Doctors Forum)। জাল ব্যালটে (Fake Ballot) ভোটদানের অভিযোগও তোলা হয়। পরে একগুচ্ছ অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন চিকিৎসক বিশ্বজিৎ ভাদুরি সহ আরও কয়েকজন। মামলাকারীদের দাবি ছিল, এই নির্বাচন বাতিল করা হোক। সেই মামলায় হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ শুক্রবার এমন নির্দেশ দিল।

এর আগেও মেডিক্যাল কাউন্সিল নির্বাচনে জয়ী চিকিৎসক সংগঠনের বিরুদ্ধে দেদার ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল। সেই ভোট বাতিলই করে দিয়েছিল আদালত। তবে চলতি বছর হাইকোর্টের নির্দেশেই মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন হয়। কিন্তু সেখানেও কারচুপির অভিযোগ ওঠে। সপ্তাহ দুয়েক আগে ভোট চলাকালীন সল্টলেকে ধুন্ধুমার বেঁধে যায়। পরে এমন পরিস্থিতি তৈরি হয় যে বিধাননগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে জয়ী চিকিৎসক সংগঠনের অভিযোগ, হার নিশ্চিত বুঝেই বিরোধী প্যানেল মিথ্যা অভিযোগ এনে ভোট বানচাল করতে চাইছে। কিন্তু এতে লাভের লাভ কিছুই হবে না। সত্যের জয় হবে। তবে মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টের নিয়মিত বেঞ্চ কী রায় দেয় সেই দিকেই নজর থাকবে সবার।

spot_img

Related articles

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...