Wednesday, May 7, 2025

ছটপুজোকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা, সুভাষ-রবীন্দ্র সরোবরে প্রবেশ নিষিদ্ধ

Date:

পরিবেশ আদালতের নির্দেশকে কার্যকর করতে আগামী কয়েকদিন কলকাতার (Kolkata) দুটি দুই লেকে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। ছট পুজোকে কেন্দ্র করে এবারও রবীন্দ্র (Rabindra Sarovar) ও সুভাষ সরোবরের (Subhash Sarovar) নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করল কেএমডিএ (KMDA) । প্রশাসনের তরফে বাঁশের ব্যারিকেড, টিনের শেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে এই দুই সরোবরকে।

তবে ছট পুজোর বিকল্প হিসেবে শহরের বেশ কয়েকটি জলাশয়ে অস্থায়ী ঘাট এবং কৃত্রিম জলাশয় তৈরি করেছে কেএমডিএ ও কলকাতা পুরসভা (KMC) । লেকে ছটের উপাচারের ফলে পরিবেশের দূষণ হয়, এই সম্পর্কে সচেতনতা বাড়াতে দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকা ও রবীন্দ্র সরোবর আশপাশে ১০টি পথনাটকের মাধ্যমে প্রচারও চালানো হয়েছে। এবার শহরে স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে ৪৭টি বিকল্প ঘাটের ব্যবস্থা করেছে কেএমডিএ। পুরসভার তরফ থেকেও ১০টি জায়গায় কৃত্রিম জলাশয়ের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, গঙ্গার ১৭টি ঘাট ও বিভিন্ন এলাকায় ১০৮টি ছোট-বড় পুকুর বা জলাশয়ে ছটপুজোর আয়োজন করেছে প্রশাসন। পানীয় জল থেকে শুরু করে শৌচালয়, আলো, পোশাক পরিবর্তনের জায়গা তৈরি করা হয়েছে বিকল্প ঘাটগুলিতে।

কোনওরকম অপ্রীতিকর ঘটনা ও দুর্ঘটনা এড়াতে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে ঘাট চত্বরগুলিতে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা হয়েছে। ৩০ ও ৩১ অক্টোবর শহরে কোনও মালবাহী গাড়ি (অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া) চলাচলের অনুমতি দেওয়া হবে না। অন্যদিকে, হাওড়ায় ৭৫টি ঘাট তৈরি রাখা হচ্ছে ছটের জন্য। বিপজ্জনক ঘাটগুলিতে ব্যারিকেড, নদীর খালি অংশে পুলিশ মোতায়েন সহ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version