Sunday, January 11, 2026

নৈহাটির বড়মা’র বিসর্জন শোভাযাত্রা দেখতে রেকর্ড ভিড়, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃ*ত যুবক

Date:

Share post:

কালীপুজোর (Kalipuja) বিসর্জনে মর্মান্তিক দুর্ঘটনা। যার জেরে মৃত্যু হয়েছে এক যুবকের। গতকাল, শুক্রবার নৈহাটিতে বড়মা’র নিরঞ্জনের সময় বিদ্যুতের তার ছিঁড়ে মৃ*ত্যু হয় বছর ৩২-এর জয়দেব মণ্ডলের। মৃ*তের বাড়ি নৈহাটির কেওড়াপাড়ায়।

নৈহাটির বড়মা’র আরাধনা বিখ্যাত। বড়মা জাগ্রত বলেই মনে করা হয়। তাই নিরঞ্জনে বড়মাকে গঙ্গা পর্যন্ত নিয়ে যাওয়ার সবটাই পথ ছিল লোকে লোকারণ্য। রাস্তার দু’ধারে বাড়ির বারান্দা, ছাদ— সব জায়গায় উপচে পড়া ভিড়। তারই মধ্যে জয়দেব মণ্ডল বড়মা’র শোভাযাত্রা ভালোকরে দেখার জন্য রাস্তার ধারে পুরসভার শৌচালয়ের ছাদে আরও অনেকের মতো উঠে পড়েছিল। তখনই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে শৌচালয়ের উপর। বিদ্যুৎস্পৃষ্ট হন জয়দেব। তাঁকে নিকটবর্তী মাতৃসদনে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন নৈহাটির বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তিনি বলেন, বড়মাকে দর্শন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন ওই যুবক। খুবই দুঃখজনক ঘটনা। এবার বড়মার পুজো দেখতে এবং বিসর্জনে যা ভিড় হয়েছে, তা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

শুধু জয়দেবের মৃ*ত্যু নয়, বড়মা’র বিসর্জন দেখতে যেভাবে মানুষ ভিড় করেছিলেন এই শহরে, তাতে পদপিষ্ট হওয়ার সম্ভবনা ছিল প্রবল। এক সময় ভিড়ের চাপ সামলাতে গিয়ে নাজেহাল হতে হয় পুলিশকে।

প্রসঙ্গত, বড়মা’র বিসর্জনকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের ভিড় করেছিলেন। রীতি অনুযায়ী সকালে দধিকর্মার পর ঘট বিসর্জন হয়। তারপর মাকে রাজবেশে সাজানো হয়। শুক্রবার বিকেল ৪টের কিছু পর শুরু হয় শোভাযাত্রা। সেই সময় ভিড়ের চাপ ও হুড়োহুড়িতে অনেক জায়গায় রাস্তার ধারের ব্যারিকেড ভেঙে পড়ে। পুলিশ জনতাকে সামলাতে হিমশিম খেয়ে যায়। তখন পদপিষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় ফেরিঘাটের মঞ্চ থেকে বারে বারে অনুরোধ করেন, বড়মাকে ধীরে ধীরে আসতে দিন। কেউ গঙ্গায় নামবেন না, হুড়োহুড়ি করবেন না। কিন্তু কার কথা কে শোনে! শেষ অবধি বিকেল ৫টা নাগাদ বিসর্জন হয় বড়মার। এই বিসর্জন পর্ব শেষ হওয়ার পর অন্যান্য কালীপ্রতিমা বিসর্জন হয়।

 

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...