Wednesday, December 3, 2025

ফের মোষের ধাক্কা! থমকালো মোদির সাধের বন্দে ভারত

Date:

Share post:

এক-আধবার নয়, একমাসে টানা ৩ বার। ফের মোষের ধাক্কায় থমকাল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। তবে বড়সড় ক্ষতি এড়ানো গেলেও ইঞ্জিনের (Engine) একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ভারতীয় রেলের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার মুম্বাই সেন্ট্রাল (Mumbai Central) থেকে গুজরাটের গান্ধীনগরের (Gujrat Gandhinagar) উদ্দেশে রওনা দিয়েছিল সেমি হাই স্পিডের (Semi High Speed) ট্রেনটি। কিন্তু এদিন গুজরাটে ঢোকার পরেই ঘটে বিপত্তি। সকাল ৮টা ১৭ মিনিট নাগাদ মুম্বই সেন্ট্রাল ডিভিশনের অতুল স্টেশনের কাছে একটি ষাঁড়কে ধাক্কা মারে বন্দে ভারত এক্সপ্রেস। এরপরই দাঁড়িয়ে যায় ট্রেনটি। প্রায় ১৫ মিনিট পর ফের যাত্রা শুরু করে।

তবে এদিন ইঞ্জিনের একাংশ ভেঙে গেলেও যাত্রীদের কোনও ক্ষতি হয়নি বলে খবর। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, গুজরাটের অতুল স্টেশনের কাছে একটি ষাঁড়কে ধাক্কা মারে মুম্বই–গান্ধীনগর বন্দে ভারত এক্সপ্রেস। তবে এতে ট্রেন চলাচল ব্যাহত হয়নি। শুধুমাত্র ইঞ্জিনের সামনের অংশটি ভেঙে যায়। তবে ট্রেনটির সামনের অংশ এমনভাবে তৈরি যে তা দ্রুত বদলে ফেলা যায়।

চলতি মাসেই মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ভারতে তৈরি এই সেমি হাই স্পিড ট্রেনটি দু’বার দুর্ঘটনার (Accident) সম্মুখীন হয়েছিল। প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেসে ধাক্কা মেরেছিল কয়েকটি মোষ। যার জেরে ট্রেনটির সামনের দিক ক্ষতিগ্রস্ত হয়। পরের দিন আবার কার্যত একই জায়গায় ধাক্কা মারে একটি গরু। এখানেই শেষ নয়, ঠিক তার পরের দিনই যান্ত্রিক ত্রুটির (Technical Problems) মুখে পড়ে এক্সপ্রেসটি। ট্রেনের চাকায় গন্ডগোল থাকায় থমকে যায় চাকা। যাত্রীদের শতাব্দী এক্সপ্রেসে (Shatabdi Express) চড়িয়ে গন্তব্যে পাঠানো হয়। শনিবার ফের গবাদি পশুর ধাক্কায় থমকাল বন্দে ভারত। কিন্তু বারবার একই ধরনের দুর্ঘটনা রুখতে রেল কর্তৃপক্ষ এখন কী পদক্ষেপ করে, সেটাই দেখার।

spot_img

Related articles

দিল্লি নয়, সোনালিকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টে সোনালি বিবি (Sonali Bibi Case in Supreme Court) মামলায় বড় নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।সোনালি খাতুন...

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে এক্সপেরিমেন্টের পথে গম্ভীর! 

ঘরের মাটিতে প্রোটিয়াদের কাছে টেস্ট সিরিজের চুনকাম হওয়ার পর প্রথম একদিনের ম্যাচে (Ind vs SA) রো-কো (Rohit Sharma-...

আজ ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার রায় দেবে আদালত 

নবম দশম-একাদশ দ্বাদশের পর এবার প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের (Primary school teachers) ভবিষ্যৎ কী হতে চলেছে, উত্তর মিলবে...

আজ মালদহের গাজোলে মুখ্যমন্ত্রীর সভা, সকাল থেকে আঁটোসাঁটো নিরাপত্তা 

বুধের দুপুরে মালদহের (Maldah) গাজোলে সভা করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবারই মুর্শিদাবাদে পৌঁছেছেন তিনি।...