Saturday, May 3, 2025

দুর্গাপুজো, কালীপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজোও ভিড় কমাতে অভিনব উদ্যোগ নিল রেল। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে ভিড় জমান আশপাশের জেলাগুলির বহু মানুষ । তাই সেই কথা মাথায় রেখে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। হাওড়া শাখায় মোট ছয় জোড়া অতিরিক্ত ট্রেন চালানো হবে। এর মধ্যে পাঁচ জোড়া লোকাল ট্রেন চলবে হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে এবং একটি চলবে হাওড়া ও বর্ধমানের মধ্যে।

আরও পড়ুন:এই প্রথম কালীপুজোয় মধ্যরাত পর্যন্ত ট্রেন চালাবে মেট্রোরেল

জেনে নিন কখন কোথা থেকে চলবে এই স্পেশাল ট্রেনগুলি-

হাওড়া – বর্ধমান স্পেশাল

১)হাওড়া থেকে মেইন লাইনে আপ ট্রেন ছাড়বে রাত ১ টা ১৫ মিনিটে। ট্রেনটি বর্ধমান পৌঁছাবে ভোর-রাত ৩ টে ৫০ মিনিটে (১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ছাড়বে ট্রেনটি)। ট্রেনটি ব্যান্ডেল স্টেশনে পৌঁছাবে রাত ২ টো ২০ মিনিটে।
২)বর্ধমান থেকে মেইন লাইনে ডাউন ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০ টায়। ট্রেনটি হাওড়া স্টেশনে পৌঁছাবে রাত ১ টায়। (৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ছাড়বে ট্রেনটি)। ট্রেনটি ব্যান্ডেল স্টেশনে পৌঁছাবে রাত ১১ টা ৫৩ মিনিটে।
৩)৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ৩৬০৯৮৭ হাওড়া-মসাগ্রাম লোকালটি বর্ধমান পর্যন্ত চালানো হবে। সেই ট্রেনটিই মেইন লাইনে স্পেশাল ট্রেন হয়ে আপে ফিরবে। বর্ধমান থেকে ছাড়বে রাত ১০ টা ১০ মিনিটে। ব্যান্ডেলে ঢুকবে রাত সাড়ে ১১ টায় এবং হাওড়ায় পৌঁছাবে রাত ১২ টা ৩৫ মিনিটে। ওই দিনগুলিতে ৩৬০৮৮ মসাগ্রাম-হাওড়া লোকাল বাতিল থাকবে।
হাওড়া – ব্যান্ডেল স্পেশাল

১)হাওড়া থেকে আপ লাইনে ট্রেন ছাড়বে বিকেল ৫ টা ২০ মিনিটে, সন্ধে ৭ টা ৫৫ মিনিটে, রাত ৮ টা ৩৫ মিনিটে, রাত সাড়ে ১১ টায় ও রাত সাড়ে ১২ টায়। ট্রেনগুলি ব্যান্ডেল স্টেশনে পৌঁছাবে যথাক্রমে সন্ধে ৬ টা ২৫ মিনিটে, রাত ৯ টায়, রাত ৯ টা ৪০ মিনিটে, রাত সাড়ে ১২ টায় এবং রাত ১ টা ২৫ মিনিটে। (৩১ অক্টোবর থেকে ৩-৪ নভেম্বর পর্যন্ত ছাড়বে এই ট্রেনগুলি)
২)ব্যান্ডেল থেকে ডাউন লাইনে ট্রেন ছাড়বে সন্ধে ৬ টা ৩৫ মিনিটে, রাত ৯ টা ২০ মিনিটে, রাত ৯ টা ৫৫ মিনিটে, রাত ১ টায় এবং রাত ২ টোয়। ট্রেনগুলি হাওড়া স্টেশনে পৌঁছাবে যথাক্রমে সন্ধে ৭ টা ৪০ মিনিটে, রাত সাড়ে ১০ টায়, রাত ১১ টায়, রাত ২টো ৫ মিনিটে এবং ভোর-রাত ৩ টে ৫ মিনিটে। (৩১ অক্টোবর থেকে ৩-৪ নভেম্বর পর্যন্ত ছাড়বে এই ট্রেনগুলি)
৩) প্রতিমা বিসর্জনের দিন হাওড়া-ব্যান্ডেল লাইনে আরও এক জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। সেটি কেবলমাত্র ৪ নভেম্বরের জন্য। ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে রাত ২ টো ৩৫ মিনিটে এবং ব্যান্ডেল ঢুকবে ভোর-রাত ৩ টে ৫০ মিনিটে। ডাউনে ব্যান্ডল থেকে ভোর ৪ টের সময় একটি ট্রেন ছাড়বে, যেটি হাওড়ার পৌঁছাবে ভোর ৫ টা ১০ মিনিটে।

Related articles

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...
Exit mobile version