Tuesday, August 26, 2025

জগদ্ধাত্রী পুজোতেও একগুচ্ছ স্পেশাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

Date:

দুর্গাপুজো, কালীপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজোও ভিড় কমাতে অভিনব উদ্যোগ নিল রেল। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে ভিড় জমান আশপাশের জেলাগুলির বহু মানুষ । তাই সেই কথা মাথায় রেখে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। হাওড়া শাখায় মোট ছয় জোড়া অতিরিক্ত ট্রেন চালানো হবে। এর মধ্যে পাঁচ জোড়া লোকাল ট্রেন চলবে হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে এবং একটি চলবে হাওড়া ও বর্ধমানের মধ্যে।

আরও পড়ুন:এই প্রথম কালীপুজোয় মধ্যরাত পর্যন্ত ট্রেন চালাবে মেট্রোরেল

জেনে নিন কখন কোথা থেকে চলবে এই স্পেশাল ট্রেনগুলি-

হাওড়া – বর্ধমান স্পেশাল

১)হাওড়া থেকে মেইন লাইনে আপ ট্রেন ছাড়বে রাত ১ টা ১৫ মিনিটে। ট্রেনটি বর্ধমান পৌঁছাবে ভোর-রাত ৩ টে ৫০ মিনিটে (১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ছাড়বে ট্রেনটি)। ট্রেনটি ব্যান্ডেল স্টেশনে পৌঁছাবে রাত ২ টো ২০ মিনিটে।
২)বর্ধমান থেকে মেইন লাইনে ডাউন ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০ টায়। ট্রেনটি হাওড়া স্টেশনে পৌঁছাবে রাত ১ টায়। (৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ছাড়বে ট্রেনটি)। ট্রেনটি ব্যান্ডেল স্টেশনে পৌঁছাবে রাত ১১ টা ৫৩ মিনিটে।
৩)৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ৩৬০৯৮৭ হাওড়া-মসাগ্রাম লোকালটি বর্ধমান পর্যন্ত চালানো হবে। সেই ট্রেনটিই মেইন লাইনে স্পেশাল ট্রেন হয়ে আপে ফিরবে। বর্ধমান থেকে ছাড়বে রাত ১০ টা ১০ মিনিটে। ব্যান্ডেলে ঢুকবে রাত সাড়ে ১১ টায় এবং হাওড়ায় পৌঁছাবে রাত ১২ টা ৩৫ মিনিটে। ওই দিনগুলিতে ৩৬০৮৮ মসাগ্রাম-হাওড়া লোকাল বাতিল থাকবে।
হাওড়া – ব্যান্ডেল স্পেশাল

১)হাওড়া থেকে আপ লাইনে ট্রেন ছাড়বে বিকেল ৫ টা ২০ মিনিটে, সন্ধে ৭ টা ৫৫ মিনিটে, রাত ৮ টা ৩৫ মিনিটে, রাত সাড়ে ১১ টায় ও রাত সাড়ে ১২ টায়। ট্রেনগুলি ব্যান্ডেল স্টেশনে পৌঁছাবে যথাক্রমে সন্ধে ৬ টা ২৫ মিনিটে, রাত ৯ টায়, রাত ৯ টা ৪০ মিনিটে, রাত সাড়ে ১২ টায় এবং রাত ১ টা ২৫ মিনিটে। (৩১ অক্টোবর থেকে ৩-৪ নভেম্বর পর্যন্ত ছাড়বে এই ট্রেনগুলি)
২)ব্যান্ডেল থেকে ডাউন লাইনে ট্রেন ছাড়বে সন্ধে ৬ টা ৩৫ মিনিটে, রাত ৯ টা ২০ মিনিটে, রাত ৯ টা ৫৫ মিনিটে, রাত ১ টায় এবং রাত ২ টোয়। ট্রেনগুলি হাওড়া স্টেশনে পৌঁছাবে যথাক্রমে সন্ধে ৭ টা ৪০ মিনিটে, রাত সাড়ে ১০ টায়, রাত ১১ টায়, রাত ২টো ৫ মিনিটে এবং ভোর-রাত ৩ টে ৫ মিনিটে। (৩১ অক্টোবর থেকে ৩-৪ নভেম্বর পর্যন্ত ছাড়বে এই ট্রেনগুলি)
৩) প্রতিমা বিসর্জনের দিন হাওড়া-ব্যান্ডেল লাইনে আরও এক জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। সেটি কেবলমাত্র ৪ নভেম্বরের জন্য। ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে রাত ২ টো ৩৫ মিনিটে এবং ব্যান্ডেল ঢুকবে ভোর-রাত ৩ টে ৫০ মিনিটে। ডাউনে ব্যান্ডল থেকে ভোর ৪ টের সময় একটি ট্রেন ছাড়বে, যেটি হাওড়ার পৌঁছাবে ভোর ৫ টা ১০ মিনিটে।

Related articles

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...
Exit mobile version