গুজরাটের সেতু বিপর্যয়ে নিহত বেড়ে ১৪৪, বহু আত্মীয়কে হারালেন বিজেপি সাংসদ

মেরামতির ৫দিন পরই ভেঙে পড়ল গুজরাটের ঝুলন্ত সেতু। ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে রয়েছে এসডিআরএফ, এনডিআরএফ, সামরিক বাহিনী, নৌসেনা, বায়ুসেনা দল।  নিখোঁজদের উদ্দেশে চলছে তল্লাশি অভিযান। ড্রোন উড়িয়ে মৃতদেহ খোঁজার চেষ্টা করা হচ্ছে। ব্রিজের দেখাশোনার দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে গণহত্যার চেষ্টার অভিযোগে এফআইআর দায়ের করেছে গুজরাট পুলিশ।ইতিমধ্যেই সংস্থার ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন:গুজরাটের সেতু বিপর্যয়ে প্রাণ গেল বঙ্গসন্তানের

গুজরাটের তথ্য দফতরের তরফে জানানো হয়েছে, ‘এখনও পর্যন্ত ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ১৯ জন।’ ঘটনায় শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার গুজরাটে জাতীয় একতা দিবস উপলক্ষে বক্তৃতা দিতে গিয়ে মোদি বলেন, গোটা ঘটনায় তিনি অত্যন্ত ব্যথিত।আগামিকালই মোরবি যাচ্ছেন প্রধানমন্ত্রী।

এই মর্মান্তিক ঘটনায় মারা গিয়েছে খোদ বিজেপি সাংসদের পরিবারের ১২ জন সদস্য।রাজকোটের বিজেপি সাংসদ মোহনভাই কল্যাণজি কুন্দারিয়া জানিয়েছেন, ‘এই দুর্ঘটনায় আমি আমার পরিবারের ১২ জন সদস্যকে হারিয়েছি। তার মধ্যে রয়েছে ৫ জন শিশু। আমার বোনের পরিবারের সদস্যদের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।’

রবিবার দুর্ঘটনার পরই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের সঙ্গে ফোনে কথা বলে মোরবির খবরাখবর নেন নরেন্দ্র মোদি। তারপরই দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী।এরপর সোমবার সকালেও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন গুজরাটের  মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। এদিন সকালে হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের সঙ্গে দেখা করেন তিনি। এই ঘটনার তদন্তের জন্য ৫ সদস্যের সিটও গঠন করেছেন। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, মুখ্যমন্ত্রী গতকালই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। বিভিন্ন জায়গায় মোতায়েন সমস্ত আধিকারিকদের মোরবিতে রাত ২ টোর মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।’

Previous articleনাটকের মহড়ায় ফাঁসির দৃশ্যে অভিনয় করতে গিয়ে মৃ*ত্যু সপ্তম শ্রেণির ছাত্রের
Next articleটুইটারে অ্যাকাউন্ট ‘ভেরিফায়েড’ করতে চাইলে গুণতে হবে টাকা! দায়িত্ব নিয়েই বড় ঘোষণা মাস্কের