গুজরাটের মরবি বিপর্যয় কি ‘অ্যাক্ট অফ ফ্রড? প্রধানমন্ত্রীর মন্তব্যকে কটাক্ষ তৃণমূলের

0
1

গুজরাটের মরবি দুর্ঘটনার জন্য বিজেপি সরকারের চরম নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত এই বিপর্যয়ের ফলে শতাধিক মানুষের প্রাণ গিয়েছে। গুজরাটের এই ঘটনার তীব্র নিন্দা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে, তিনি গুজরাটের মরবিতে মর্মান্তিক সেতু বিপর্যয়ের বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং শোকাহত। এই‌ ঘটনার ফলে অনেক নিরপরাধ প্রাণ চলে গিয়েছে এবং অনেক মানুষ এখনও আটকে আছেন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন, “My deep condolences to the families and friends of the deceased. I pray that the injured have a speedy recovery,”

এদিকে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব মরবিতে সেতু দুর্ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন। তিনি তাঁর টুইটে প্রশ্ন করেন, “PM Narendra Modi came to West Bengal and said that the bridge collapse was an ‘Act of Fraud’. The PM has a habit of politicising every issue if it transpires in an Opposition-ruled State. But a tragic incident has taken place in Gujarat, a State ruled by BJP. So is the Morbi tragedy an ‘Act of Fraud’ too?”

সুস্মিতা দেব বলেন, দেশের মানুষ বিজেপির বহুল আলোচিত ‘গুজরাট মডেল’-এর আসল সত্য দেখতে পাচ্ছেন।

কলকাতা ফ্লাইওভার ধসে যাওয়ার সময় প্রধানমন্ত্রী মোদীর কটুক্তির একটি ছোট্ট ভিডিও যুক্ত করে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় টুইট করে বলেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি এই ঘটনার জন্য চোখের জল ফেলবেন? তিনি লিখেছেন, “Let there be a few drops of tears, Modiji, over the death of 132 persons in newly renovated bridge collapse in Gujarat yesterday,”

২০১৬ সালে, রাজ্য নির্বাচনের আগে উত্তর কলকাতায় একটি ফ্লাইওভার ভেঙে পড়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে দুর্ঘটনাটি আসলে ছিল, ‘অ্যাক্ট অফ গড’, কিন্তু প্রধানমন্ত্রী, নির্বাচনী প্রচারের সময়, যাঁরা মারা গিয়েছিলেন তাঁদেরকে নিয়ে উপহাস করেছিলেন এবং বলেছিলেন যে এটি একটি ‘অ্যাক্ট অফ গড’ নয়, বরং ‘অ্যাক্ট অফ ফ্রড’।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতারা এখন ভাবছেন যে প্রধানমন্ত্রী এই দুর্ঘটনাকে, বিজেপি সরকারের মাধ্যমে ঘটা একটি ‘অ্যাক্ট অফ ফ্রড’ বলবেন, কারণ সেতুটির বড়সড়রকমের সংস্কার করার কয়েক দিন পরে পুনরায় চালু হয়েছিল।

আরও পড়ুন- ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে কী বললেন সাদা-কালো ব্রিগডের এই তারকা বিদেশি?