Monday, August 25, 2025

সুমন করাতি

হুগলির (Hoogly) বোড় পঞ্চাননতলা সর্বজনীন-এর (Panchanantala Sarbojonin) এবারের প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষের থিম সৃজন কাঠি। মানুষের প্রযুক্তিগত কারিগরী পদ্ধতিও এক শৈল্পিক সত্ত্বা। যন্ত্র সঞ্চালনের সৃজনশীলতায় তাদের অভিন্ন পরিচয়। তারই জিয়ন কাঠি, রাজমিস্ত্রীর কর্ণিক, কামারের হাতুরি, কৃষকের কোদাল। এই অন্তরের যন্ত্রের শৈল্পিক পরিবেশনায়- এবারের বিষয় সৃজন কাঠি।

পুজোর সম্পাদক দেবসদয় কুণ্ডু বলেন, চন্দননগরের বোড় পঞ্চাননতলা সর্বজনীনকে শুধুমাত্র মা দুর্গা বা জগদ্ধাত্রী পুজোর মতো দুটো বৃহৎ আনন্দ উৎসবের আয়োজনকারী বারোয়ারী হিসাবে গণ্য করলে তার পরিচিতি অসম্পূর্ণ থেকে যায়। চন্দননগরের বোড় পঞ্চাননতলার অধিবাসীদের কাছে এক অনির্বচনীয় অনুভূতি ও একটি অদম্য আবেগের নাম।

সম্পাদক আরও জানিয়েছেন, ধর্মীয় পূজাবিধি, আচার-আচরণ নিষ্ঠার সঙ্গে পালনের পাশাপাশি তাঁরা সারাবছর ধরেই বিভিন্ন মনোরঞ্জনমূলক, সমাজসেবামূলক, শিক্ষামূলক কর্মসূচীর আয়োজন করে থাকেন। যেখানে বস্ত্র বিতরণ, খাদ্যসামগ্রী বিতরণ থেকে শুরু করে শিক্ষা সামগ্রী দেওয়ার ব্যবস্থাও করা হয়। চলতি বছরেই দুর্গাষ্টমীর সন্ধ্যায় তাঁরা প্রবর্ত্তক সেবা নিকেতনের প্রায় ১৮০জন অনাথ আবাসিকদের খাদ্যসামগ্রী, শিক্ষাসামগ্রী প্রদান করেছেন।

এবারের মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন বিমান সাহা। প্রতিমা শিল্পী মুক্তি পাল। প্রতিমার সাজসজ্জার দায়িত্বে রয়েছেন প্রসাদ ঘোষ। আলোকসজ্জার দায়িত্ব দেওয়া হয়েছে রানা রায় এবং সাউন্ডের দায়িত্বে রয়েছেন অভিজিত কোলে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version