Sunday, November 16, 2025

মৃত্যু মিছিল গুজরাটে, পোশাকের পর পোশাক বদলে ‘ফিটফাট’ মোদি ব্যস্ত ভোট প্রচারে

Date:

সেতু বিপর্যয়ের(Bridge collapsed) জেরে গুজরাটে মৃত্যু হয়েছে ১৩৬ জনের। ভয়াবহ এই দুর্ঘটনার সময় নরেন্দ্র মোদি(Narendra Modi) নিজে রাজ্যে উপস্থিত থাকলেও রাজ্যের সবচেয়ে বড় বিপর্যয়স্থলে দায়িত্ববান প্রধানমন্ত্রীকে(Prime Minister) দেখা গেল ৪৮ ঘণ্টা পর, তাও আবার বিরোধীরা যখন প্রধানমন্ত্রীর সমালোচনায় সরব হয়ে উঠেছে ঠিক সেই সময়।

রবিবার সন্ধ্যেবেলা দুর্ঘটনা ঘটার পর মোদি সেখানে পৌঁছলেন মঙ্গলবার সন্ধ্যেয়। তাও আবার নরেন্দ্র মোদির আতিথেয়তায় ও নিরাপত্তায় সাজানো হল রাস্তাঘাট, ব্যাহত হল দেহ উদ্ধারের কাজ। এমনকি যে সকল আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে সেই হাসপাতাকে মোদির আগমনের জেরে রং করা হলো নতুনভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হলো গোটা হাসপাতাল। ভয়াবহ দুর্ঘটনার পর থেকে মোরবির দুর্ঘটনাস্থলে মোদির আসার মাঝের সময়টা পুরোপুরি ভোট প্রচারে ব্যস্ত রইলেন প্রধানমন্ত্রী। শোক প্রকাশ করলেন ঠিকই কিন্তু ব্যস্ত সিডিউলে তার প্রভাব খুব একটা দেখা গেল না। একের পর এক সভায় নতুন নতুন পোশাকে নয়া ভাবে ধরা দিলেন দেশের ‘ফিটফাট’ প্রধানমন্ত্রী। চললো প্রচার।

রবিবার দুর্ঘটনার পর সোমবার গুজরাটে দুটি জনসভায় দেখা যায় নরেন্দ্র মোদিকে। মাত্র কিছুক্ষণের ব্যবধানে এই দুটি জনসভায় আলাদা আলাদা পোশাকে ধরা দেন তিনি। অথচ বেশভূষায় নতুনত্ব যাই থাক মুখে অভিব্যক্তি ফুটিয়ে তিনি জনগণকে জানিয়ে দিলেন মর্মান্তিক এই দুর্ঘটনায় তিনি অত্যন্ত দুঃখী। নরেন্দ্র মোদির এই গোটা বিষয়টিকে অভিনয় বলে কটাক্ষ করা হয়েছে বিরোধীদের তরফে। একই সঙ্গে তাকে কটাক্ষ করতে ছাড়েনি নেটিজেনরাও।

প্রধানমন্ত্রীর এই পোশাক বদলকে কটাক্ষ করে কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুত টুইটারে ছবিসহ লেখেন, ‘মন ব্যথিত কিন্তু পোশাক বদলে যাচ্ছে একের পর এক। একই সঙ্গে তিনি প্রশ্ন করেন, অন্তত আজকের দিনে পোশাক বদলের এই বিলাসিতা না করলেও পারতেন মোদিজি? মোরবিতে ১৪১ জনের বেশি মানুষে মৃত্যু হয়েছে।’ একইসঙ্গে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা শ্রীনিবাস বিবি। টুইটারে তিনি লেখেন, “নদীতে এখনো বহু মৃতদেহ নিখোঁজ, কিন্তু সাহেবের একটাই নীতি- The Show Must Go On।”

নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে জন অধিকার পার্টির সর্বভারতীয় সভাপতি পাপ্পু যাদব টুইটারে লেখেন, “প্রায় ২০০ জনের মৃত্যুতে এতটাই ব্যথিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে লাগাতার কান্নার ফলে দুবার ওনার পোশাক ভিজে গিয়েছে। দুবার উনি ওনার পোশাক বদলেছেন, সূত্রের খবর তৃতীয়বারের পোষাক ও ভিজে গিয়েছে খুব শীঘ্র সেটাও বদলানো হবে।” আরএলডি নেতা প্রশান্ত কানৌজিয়া টুইটারে লেখেন, “সারাদিন গুজরাটে রয়েছেন নরেন্দ্র মোদি কিন্তু মোরবিতে দুর্ঘটনাগ্রস্থ মানুষদের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে গেলেন না। তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো পোশাক প্রতিযোগিতা।”

এদিকে সোশ্যাল মিডিয়াতেও মোদিকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। চিত্র পরিচালক বিনোদ কাপড়ি বলেন, অন্তত আজ এই পোশাক প্রতিযোগিতা এড়িয়ে যাওয়া উচিত ছিল ওনার। সাংবাদিক দীপক শর্মা লেখেন, “সেখানে শোকের পরিবেশ, শিশু-বৃদ্ধের অকাল মৃত্যু, বড় দুর্ঘটনা হতে পারে কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর হৃদয় সত্যিই শক্তিশালী। হৃদয়ে পাথর রেখে জনসভা, সভা থেকে পিছপা হননি মোদিজি। কেভড়িয়ার পর বনসকাঁটায় পোশাক বদল করলেন মোদিজি।

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version