মাসের শুরুতে স্বস্তি! কমল বাণিজ্যিক গ্যাসের দাম

0
3

মাসের শুরুতেই স্বস্তির খবর। কমল বাণিজ্যেক গ্যাসের দাম। দেশের চারটি শহরে আজ, মঙ্গলবার থেকে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে।যদিও অপরিবর্তিত রয়েছে ঘরোয়া গ্যাসের সিলিন্ডারের দাম।

আরও পড়ুন;উৎসবের মরশুমে  দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের

আজ থেকে বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১১৫টাকা কমেছে। দেশের চার মহানগর অর্থ্যাৎ দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বইতে বাণিজ্যিক গ্যাসে দাম কমল। আগে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের জন্য ১,৮৫৯.৫০ টাকা দিতে হত । তবে নভেম্বর মাস থেকে এই বাণিজ্যেক সিলিন্ডারের দাম কমে দাঁড়াল ১,৭৪৪ টাকা ৷

একনজরে দেখে নিন দেশের চার মহানগরে বাণিজ্যিক গ্যাসের(১৯কেজি)নয়া দাম-

  • কলকাতায় à§§à§§à§© টাকা কমানোর পরে এটি ১৮৪৬ টাকার পরিবর্তে ১৯৯৫.৫০ টাকায় পাওয়া যাবে।
  • দিল্লিতে à§§à§§à§«.à§« টাকা কমানোর পরে এর দাম ১৮৫৯.à§« টাকার পরিবর্তে ১৭৪৪ টাকায় পাওয়া যাবে।
  • মুম্বইতে à§§à§§à§«.à§« টাকা কেটে নেওয়ার পরে এটি ১৮৪৪ টাকার পরিবর্তে ১৬৯৬ টাকায় পাওয়া যাবে।
  • চেন্নাইতে ১১৬.à§« টাকা কমানোর পরে এর দাম ১৮৯৩ টাকার পরিবর্তে ২০০৯.৫০ টাকায় পাওয়া যাবে।

তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও ১৪.২ কজি সিলিন্ডার কিনতে হাঁড়ির হাল মধ্যবিত্তর। সংসারের একাধিক প্রয়োজনীয় দ্রব্য কাটছাঁট করে কোনওমতে সিলিন্ডার কিনতে হচ্ছে। যদিও অনেকেই রান্নার গ্যাসের বদলে উনুন বেছে নিয়েছেন। কবে ফের দাম কমবে ঘরোয়া রান্নার গ্যাসের সেই আশায় প্রহর গুণছে বহু মানুষ।