মুস্তাক আলি থেকে বিদায় বাংলার, হিমাচল প্রদেশের কাছে হারল ৪ উইকেটে

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় হিমাচল প্রদেশ।

0
1

সৈয়দ মুস্তাক আলি ট্রফির থেকে বিদায় নিল বাংলা। মঙ্গলবার মুস্তাক আলির কোয়ার্টার ফাইনালে খেলতে নামে অভিমূন‍্য ইশ্বরনরা। প্রতিপক্ষ ছিল হিমাচল প্রদেশ। মঙ্গলবার ঘরের মাঠে এই হিমাচল প্রদেশের কাছে ৪ উইকেটে হারল লক্ষ্মীরতন শুক্লার দল।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় হিমাচল প্রদেশ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রান করে বাংলা। বাংলার সর্বোচ্চ ৫৯ রান করেন শাহবাজ আহমেদ। ৩২ রানে অপরাজিত ঋত্বিক চট্টোপাধ্যায়। ২০ রান করেন অভিমূন‍্য ইশ্বরন। হিমাচল প্রদেশের হয়ে চার উইকেট নেন কে অভিনয়।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় হিমাচল প্রদেশ। হিমাচলের হয়ে দুরন্ত ইনিংস খেলেন আকাশ ভাসিত। ৭৬ রান করেন তিনি। ৫০ রান করেন নিখিল গাঙ্গতা। বাংলার হয়ে দুটি উইকেট নেন রবি কুমার। একটি করে উইকেট নেন আকাশদীপ, শাহবজ আহমেদ এবং প্রদীপ্ত প্রামানিক।

আরও পড়ুন:বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে কী বললেন রাহুল দ্রাবিড়?