Monday, August 25, 2025

নজরে নির্বাচন! এক কোটি টাকার ১০ হাজার ইলেক্টোরাল বন্ড ছাপালো কেন্দ্র

Date:

গুজরাট, হিমাচল প্রদেশের মতো রাজ্যগুলিতে নির্বাচন আসন্ন। আর এই নির্বাচনের(Election) আগেই এক কোটি টাকার দশ হাজার নির্বাচনী বন্ড ছাপানো মোদি সরকার(Modi govt)। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই সমস্ত নির্বাচনী বন্ড বিক্রি হয়ে গিয়েছে ১ থেকে ১০ অক্টোবরের মধ্যে। সম্প্রতি তথ্য জানার অধিকার আইনে এই তথ্য প্রকাশ্যে এনেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI)।

গত ২৯ অক্টোবর এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, ২০১৯ সালে নাসিকের ইন্ডিয়া সিকিউরিটি প্রেস থেকে মোট ১১,৪০০ কোটি টাকার নির্বাচনী বন্ড ছাপানো হয়েছে। এর মধ্যে বিভিন্ন মূল্যের (১ হাজার, ১০ হাজার, ১ লক্ষ, ১০ লক্ষ এবং ১ কোটি টাকার) নির্বাচনী বন্ড আছে। এসবিআই আরও জানিয়েছে, চলতি বছর সরকার আবার নতুন করে ১ কোটি টাকা মূল্যের ১০,০০০টি নতুন করে নির্বাচনী বন্ড ছাপিয়েছে। যেখানে, গত জুলাই মাসের পরে সরকারের ঘরে ১ কোটি টাকার ৫,০৬৮টি নির্বাচনী বন্ড অবিক্রীত অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে মোদি সরকারই নির্বাচনী বন্ড চালু করেছিল। স্টেট ব্যাঙ্কের থেকে এই বন্ড কিনে যে কেউ তার মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে পারেন। কিন্তু এর ফলে কোন কর্পোরেট সংস্থা কোন রাজনৈতিক দলে চাঁদা দিচ্ছে, তা জানার উপায় থাকে না। বিনিময়ে তারা সুবিধা আদায় করছে কি না, তা-ও বোঝার উপার নেই। এই বন্ড নিয়ে বিতর্ক কিছু কম হয়নি, এর ফলে রাজনৈতিক দলগুলির চাঁদায় অস্বচ্ছতারও অভিযোগ উঠেছে। চালু হওয়ার পর থেকে ২৪,৬৫০টি ১ কোটি টাকার নির্বাচনী বন্ড ছাপিয়েছে কেন্দ্র। এর মধ্যে এসবিআইয়ের মাধ্যমে ১০,১০৮টি বিক্রি হয়েছে। তবে, এই পরিসংখ্যানে নতুন ১ কোটি টাকার ১০,০০০ নির্বাচনী বন্ডের তথ্য সংযোজিত হয়নি।

Related articles

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...
Exit mobile version