পুণের হোটেলে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

0
2

সাতসকালেই পুণের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। মঙ্গলবার সকালে পুণের লুল্লানগর এলাকায় জেকে হোটেলে আগুন লেগে যায় । খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন।যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে দমকল।জানা গিয়েছে, হোটেলটির এক তলায় ভারতের প্রাক্তন পেসার জাহির খানের রেস্তরাঁ রয়েছে।

আরও পড়ুন:ভাদোহির পর এবার ইটাবা, ফের যোগীরাজ্যের মন্ডপে বিধ্বংসী অগ্নিকাণ্ড

জানা গেছে, প্রথমে হোটেলের চারতলায় আগুন লাগে। সেখানে জানলা, দরজা এবং দেওয়াল কাচের তৈরি হওয়ায় ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে ভেতরে অতিরিক্ত ধোঁয়া ভরে যাওয়ায় দমবন্ধ পরিবেশ তোইরি হয়েছে। এর থেকে বিপদ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও কাঁচ ভেঙে ধোঁয়া বাইরে আনার চেষ্টা করছে দমকল।

হোটেলটির ওই বিল্ডিং-এ একাধিক অফিস এবং দোকান রয়েছে। আগুনের ফলে সেখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভিতরে কেউ আটকে পড়েছেন কি না, তা-ও দেখছেন দমকল কর্মীরা।

কীভাবে আগুন লাগার ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে হোটেলে কিছু কর্মী রাত কাটান বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাঁরা ভিতরেই আঁটকে পড়েছে নাকি তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও হতাহতের কোনও খবর মেলেনি।