Wednesday, August 20, 2025

ফের শুরু হল “দুয়ারে সরকার”, নতুন ৪টি পরিষেবা নিয়ে উৎসাহ তুঙ্গে

Date:

রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির সুবিধা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে অনেক আগেই ”দুয়ারে সরকার” প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতে যা খুব জনপ্রিয় হয়েছে। রাজ্যবাসী ঘরে বসে বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন ”দুয়ারে সরকার”-এর মাধ্যমে। আজ, মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে ফের শুরু হল এই শিবির।

এর আগে চারটি পর্বে “দুয়ারে সরকার” শিবির চালিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আজ থেকে শুরু হওয়া নতুন শিবিরে যুক্ত হচ্ছে আরও অতিরিক্ত চারটি পরিষেবা। সেগুলি হল জমির পাট্টা, বিদ্যুৎ সংযোগ ও বকেয়া বিল সংক্রান্ত সম্যস্যার নিষ্পত্তি, কৃষি পরিকাঠামো উন্নয়ন প্রকল্প এবং মৎস্যজীবীদের নাম নথিভুক্তিকরণ। সব মিলিয়ে মোট ২৭টি পরিষেবার জন্য ”দুয়ারে সরকার” প্রকল্পে আবেদন করতে পারবেন রাজ্যবাসী।

“দুয়ারে সরকার” শিবিরের এই পর্বে আজ প্রথম দিনই রাজ্যজুড়ে প্রায় ৩১০০টি শিবির চালু হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ শিবির ৬২৪টি। অর্থাৎ মোট ক্যাম্পের অন্তত ২০ শতাংশ ভ্রাম্যমাণ শিবির হচ্ছে। এই শিবিরগুলির মাধ্যমে আদিবাসী অধ্যুষিত এবং প্রান্তিক এলাকার মানুষের কাছে পৌঁছনোর নির্দেশ দিয়েছিল নবান্ন। সেই অনুযায়ী স্থায়ী শিবিরের পাশাপাশি ভ্রাম্যমান ক্যাম্পকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে জেলা প্রশাসন। স্থায়ী ও ভ্রাম্যমাণ মিলে এখনও পর্যন্ত মোট ৫৩ হাজার শিবিরের স্থান ও সময় নির্দিষ্ট করা হয়েছে। এই সংখ্যা অবশ্য আরও অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:গরুমারা জাতীয় উদ্যান পরিদর্শনে গিয়ে আপ্লুত বীরবাহা হাঁসদা

 

Related articles

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...
Exit mobile version