Sunday, August 24, 2025

প্রাইমারি টেটের নম্বর প্রকাশ নিয়ে পর্ষদের ভাবনা কী? জানতে চাইল আদালত

Date:

প্রাথমিকে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে টেটের নম্বর প্রকাশ নিয়ে কী ভাবছে প্রাথমিক শিক্ষা পর্ষদ? আজ সে বিষয়ে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। এদিনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাব, ”মামলাকারীদের আইনজীবীদের সঙ্গে বৈঠক করুন পর্ষদ সভাপতি”। কোন পথে সমস্যার সমাধান, তা আগামী সোমবার আদালতকে জানাক প্রাথমিক শিক্ষা পর্ষদ।

প্রসঙ্গত, দুর্গাপুজোর চতুর্থীর দিন শিক্ষক নিয়োগের (Teachers Recruitment) বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ (Board of Primary Education)। শূন্যপদের সংখ্যা ১১ হাজারের কিছু বেশি। ২১ অক্টোবর থেকে টেটে (TET) নিয়োগের জন্য অনলাইনে আবেদন (Online Application) প্রক্রিয়াও শুরু হয়। যা চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি জানানো হয়েছে, ২০১৪ ও ২০১৭ সালে যাঁরা টেট পাস করেছেন এবং যাঁদের বয়স ৪০ বছরের কম, তাঁরাই আবেদন করতে পারবেন।

অন্যদিকে, চাকরিপ্রার্থীদের একটি বড় অংশ একবার নয়, দু’বার টেট দিয়েছিলেন। ২০১৪ সালের পর ২০১৭ সালেও টেটে বসেছিলেন অনেকেই। এমনকী, দু’বারই প্রাথমিক পরীক্ষায় পাসও করেছেন অনেকে। তাহলে টেটে নিয়োগের জন্য কোন বছরের সার্টিফিকেট জমা দেবেন তাঁরা? এই বিষয়টি নিয়েও হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিপ্রার্থীরা। মামলাকারীদের দাবি, যে বছর টেটে বেশি নম্বর পেয়েছেন, সেই বছরের সার্টিফিকেট জমা দিতে চান তাঁরা। কিন্তু নম্বর না জানার কারণে আবেদন করতে পারছেন না তাঁরা। এদিন মামলাটি শুনানি হয় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) বেঞ্চে।

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version