এসটিএফের তৎপরতায় শাসনে বিপুল অস্ত্র উদ্ধার

তের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ৪টি আগ্নেয়াস্ত্র, একটি রাইফেল, ৫৪ রাউন্ড গুলি ও সাড়ে ৮ কেজি বোমা তৈরির মশলা। 

0
1

শাসনের খামার রামেশ্বরপুর এলাকায় হানা দিয়ে বিপুল অস্ত্র উদ্ধার করল STF। ঘটনায় স্থানীয় ব্যবসায়ী সুকুর আলিকে গ্রেফতার করে পুলিশ (Police) । ধৃতের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ৪টি আগ্নেয়াস্ত্র, একটি রাইফেল, ৫৪ রাউন্ড গুলি ও সাড়ে ৮ কেজি বোমা তৈরির মশলা।

সূত্রের খবর, শাসন পঞ্চায়েত ডেউপুকুর গ্রামের তৃণমূল সুকুর আলি দীর্ঘদিন ধরেই তৃণমূল করতেন। গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার রাতে কলকাতা থেকে শাসনে যায় এসটিএফ-এর একটি দল। এরপর শাসন থানার পুলিশ ও এসটিএফ যৌথভাবে তল্লাশিতে অস্ত্র উদ্ধার হয়। তল্লাশির সময় বাড়িতেই ছিলেন সুকুর আলি। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন ও বিস্ফোরক মজুত রাখার ১৯০৮ সালের আইনে মামলা দায়ের হয়েছে। কী উদ্দেশ্যে ওই অস্ত্র মজুত করা হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।