নেহেরু বিদ্যাপীঠ জগদ্ধাত্রী পুজো কমিটির থিম ‘সম্প্রীতি’ ও ‘পরিবেশ’

সুমন করাতি 

সম্প্রতি অশান্তির কারণে সংবাদ শিরোনামে উঠে আসে ভদ্রেশ্বর থানার (Bhadreshwar Police Station) অন্তর্গত চন্দননগরের তেলেনিপাড়া এলাকার নাম। সেই এলাকাতেই এবার তরুণ প্রজন্মের যুবকরা জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja) মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পরিবেশ (Nature) বাঁচানোর ডাক দিচ্ছেন। চন্দননগরের সেন্ট্রাল জগদ্ধাত্রী পুজো (Central Jagadhatri Puja) অনুমোদিত ভদ্রেশ্বর তেলেনিপাড়ার (Telenipara) নেহেরু বিদ্যাপীঠ জগদ্ধাত্রী পুজো কমিটির (Neheru Bidhyapith Jagadhatri Puja Committee) এবছরের পুজোর থিম, “সম্প্রীতি এবং পরিবেশ বাঁচাও”।

এই পুজো মন্ডপে মা জগদ্ধাত্রীর শাড়ি পুরোপুরি মাটি দিয়ে তৈরি হয়। মন্ডপে জগদ্ধাত্রীর অলৌকিক সাজকে নিপুণ হাতে সাজিয়ে তুলেছেন স্থানীয় খুদে শিল্পীরা। পাশাপাশি মাকে সোনার অলঙ্কারে সাজানো হয়। তেলেনিপাড়ার নেহেরু বিদ্যাপীঠ পুজোর কমিটি এবছর ৫৫ তম বর্ষে পদার্পণ করেছে। মহাষষ্ঠীর (Maha Sasthi) দিন থেকেই মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

পুজো কমিটি উদ্যোক্তারা জানাচ্ছেন, যুদ্ধ নয়। শান্তি এবং সম্প্রীতির পক্ষেই জোর সওয়াল করছেন তাঁরা। পাশাপাশি পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচাতে জনসাধারণকে সচেতন করার বার্তাও দিয়েছেন পুজো উদ্যোক্তারা।

Previous articleডানলপের পরে শ্যামনগর, ব্যাটারি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Next articleসিবিআই-এর স্ক্যানারে এবার অনুব্রতর লটারিতে জেতা এক কোটি টাকা