Friday, August 22, 2025

শাহরুখের জন্মদিনে মন্নতে জনসমুদ্র, রুপোলি পর্দায় ফিরছে জনপ্রিয় DDLJ

Date:

দেখতে দেখতে ৫৮ বছরে পা দিলেন বলিউডের ‘বাদশা’ কিং খান।২ নভেম্বর। ক্যালেন্ডারের পাতায় লাল কালির দাগ না থাকলেও শাহরুখের জন্য দেশের অগণিত ভক্তের মনে আজ আনন্দ। শাহরুখ থেকে কিং খান হয়ে ওঠার পথটা মসৃণ ছিল না তাঁর। তবে শাহরুখ সফলতার শীর্ষে পৌঁছে  বলিউডের সব সমীকরণ পাল্টে দিয়েছিল। সেই প্রথম ভারতের মতো দেশ দেখল, সুপুরুষ হওয়াই হিরো হয়ে ওঠার এক মাত্র শর্ত নয়। যদিও শেকড়কে এখনও আগলে রেখেছে কিং অফ রোমান্স। তাই তো প্রতিবার জন্মদিনের রাতে নিজের ভক্ত ও অনুরাগীদের জন্য ‘মন্নত’-এর বাইরে বেরিয়ে আসেন। তবে এ বছর শাহরুখের জন্মদিনে রয়েছে আরও একটি চমক। রুপোলি পর্দায় ফের দেখা যাবে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (DDLJ)। যশ রাজ ফ্লিমের পক্ষ থেকে শাহরুখের জন্মদিনে উপহার এটি।

আরও পড়ুন:ঈদের চাঁদ : মন্নতের বারান্দা থেকে শুভেচ্ছা বিনিময় শাহরুখের

মঙ্গলবার মাঝরাতে নিজের ব্যালকনিতে নিজের ভক্ত ও অনুরাগীদের শুভেচ্ছা কুঁড়িয়ে নিতে হাজির ছিলেন কিং খান। সঙ্গে ছিল ছোট ছেলে আব্রামও। শাহরুখকে উদ্দেশ্য করে ‘হ্যাপি বার্থ ডে’ গান গেয়ে শোনালেন তাঁর অগণিত ফ্যানেরা। প্রিয় তারকাকে  শুভেচ্ছায় ভরিয়ে দেন তাঁরা ।  শাহরুখ তাঁদের সকলের উদ্দেশে হাত জোড় করেন, ছূঁড়ে দেন চুমুও। তারপরই তাঁর বিখ্যাত পোজও দেখান বাদশা। যা দেখে আনন্দে চিৎকার করে ওঠেন তশাহরুখের ফ্যানেরা।

সূত্রের খবর,এবারের জন্মদিনে ভক্তদের সঙ্গে কেক কাটবেন এসআরকে।যে ভক্ত ও অনুরাগীরা তাঁকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছেন, তাঁদের সঙ্গে তাজ ল্যান্ডসে দেখা করবেন তিনি বলেই খবর। অন্যদিকে আজ তাঁর জন্মদিনে রয়েছে বড় চমক। আজই লঞ্চ হতে চলেছে ‘পাঠান’ ছবির ট্রেলার। ‘পাঠান’ ছবিতে শাহরুখ ফিরছেন দীপিকা পাডুকোনের সঙ্গে। এর আগে তিনটি ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেন। সব কটি ছবিই সুপারহিট। তাই ভক্তদের আশা বাদশা তাঁর লাকি নায়িকাকে নিয়ে ফিরছেন। ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন মুক্তি পাবে ‘পাঠান’। তার আগে আজ জন্মদিনে শাহুরুখ তাঁর ভক্তদের কী উপহার দেন, সেই দিকে তাকিয়ে সকলে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version