Saturday, August 23, 2025

শাহরুখের জন্মদিনে মন্নতে জনসমুদ্র, রুপোলি পর্দায় ফিরছে জনপ্রিয় DDLJ

Date:

দেখতে দেখতে ৫৮ বছরে পা দিলেন বলিউডের ‘বাদশা’ কিং খান।২ নভেম্বর। ক্যালেন্ডারের পাতায় লাল কালির দাগ না থাকলেও শাহরুখের জন্য দেশের অগণিত ভক্তের মনে আজ আনন্দ। শাহরুখ থেকে কিং খান হয়ে ওঠার পথটা মসৃণ ছিল না তাঁর। তবে শাহরুখ সফলতার শীর্ষে পৌঁছে  বলিউডের সব সমীকরণ পাল্টে দিয়েছিল। সেই প্রথম ভারতের মতো দেশ দেখল, সুপুরুষ হওয়াই হিরো হয়ে ওঠার এক মাত্র শর্ত নয়। যদিও শেকড়কে এখনও আগলে রেখেছে কিং অফ রোমান্স। তাই তো প্রতিবার জন্মদিনের রাতে নিজের ভক্ত ও অনুরাগীদের জন্য ‘মন্নত’-এর বাইরে বেরিয়ে আসেন। তবে এ বছর শাহরুখের জন্মদিনে রয়েছে আরও একটি চমক। রুপোলি পর্দায় ফের দেখা যাবে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (DDLJ)। যশ রাজ ফ্লিমের পক্ষ থেকে শাহরুখের জন্মদিনে উপহার এটি।

আরও পড়ুন:ঈদের চাঁদ : মন্নতের বারান্দা থেকে শুভেচ্ছা বিনিময় শাহরুখের

মঙ্গলবার মাঝরাতে নিজের ব্যালকনিতে নিজের ভক্ত ও অনুরাগীদের শুভেচ্ছা কুঁড়িয়ে নিতে হাজির ছিলেন কিং খান। সঙ্গে ছিল ছোট ছেলে আব্রামও। শাহরুখকে উদ্দেশ্য করে ‘হ্যাপি বার্থ ডে’ গান গেয়ে শোনালেন তাঁর অগণিত ফ্যানেরা। প্রিয় তারকাকে  শুভেচ্ছায় ভরিয়ে দেন তাঁরা ।  শাহরুখ তাঁদের সকলের উদ্দেশে হাত জোড় করেন, ছূঁড়ে দেন চুমুও। তারপরই তাঁর বিখ্যাত পোজও দেখান বাদশা। যা দেখে আনন্দে চিৎকার করে ওঠেন তশাহরুখের ফ্যানেরা।

সূত্রের খবর,এবারের জন্মদিনে ভক্তদের সঙ্গে কেক কাটবেন এসআরকে।যে ভক্ত ও অনুরাগীরা তাঁকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছেন, তাঁদের সঙ্গে তাজ ল্যান্ডসে দেখা করবেন তিনি বলেই খবর। অন্যদিকে আজ তাঁর জন্মদিনে রয়েছে বড় চমক। আজই লঞ্চ হতে চলেছে ‘পাঠান’ ছবির ট্রেলার। ‘পাঠান’ ছবিতে শাহরুখ ফিরছেন দীপিকা পাডুকোনের সঙ্গে। এর আগে তিনটি ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেন। সব কটি ছবিই সুপারহিট। তাই ভক্তদের আশা বাদশা তাঁর লাকি নায়িকাকে নিয়ে ফিরছেন। ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন মুক্তি পাবে ‘পাঠান’। তার আগে আজ জন্মদিনে শাহুরুখ তাঁর ভক্তদের কী উপহার দেন, সেই দিকে তাকিয়ে সকলে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version