Thursday, November 6, 2025

শাহরুখের জন্মদিনে মন্নতে জনসমুদ্র, রুপোলি পর্দায় ফিরছে জনপ্রিয় DDLJ

Date:

দেখতে দেখতে ৫৮ বছরে পা দিলেন বলিউডের ‘বাদশা’ কিং খান।২ নভেম্বর। ক্যালেন্ডারের পাতায় লাল কালির দাগ না থাকলেও শাহরুখের জন্য দেশের অগণিত ভক্তের মনে আজ আনন্দ। শাহরুখ থেকে কিং খান হয়ে ওঠার পথটা মসৃণ ছিল না তাঁর। তবে শাহরুখ সফলতার শীর্ষে পৌঁছে  বলিউডের সব সমীকরণ পাল্টে দিয়েছিল। সেই প্রথম ভারতের মতো দেশ দেখল, সুপুরুষ হওয়াই হিরো হয়ে ওঠার এক মাত্র শর্ত নয়। যদিও শেকড়কে এখনও আগলে রেখেছে কিং অফ রোমান্স। তাই তো প্রতিবার জন্মদিনের রাতে নিজের ভক্ত ও অনুরাগীদের জন্য ‘মন্নত’-এর বাইরে বেরিয়ে আসেন। তবে এ বছর শাহরুখের জন্মদিনে রয়েছে আরও একটি চমক। রুপোলি পর্দায় ফের দেখা যাবে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (DDLJ)। যশ রাজ ফ্লিমের পক্ষ থেকে শাহরুখের জন্মদিনে উপহার এটি।

আরও পড়ুন:ঈদের চাঁদ : মন্নতের বারান্দা থেকে শুভেচ্ছা বিনিময় শাহরুখের

মঙ্গলবার মাঝরাতে নিজের ব্যালকনিতে নিজের ভক্ত ও অনুরাগীদের শুভেচ্ছা কুঁড়িয়ে নিতে হাজির ছিলেন কিং খান। সঙ্গে ছিল ছোট ছেলে আব্রামও। শাহরুখকে উদ্দেশ্য করে ‘হ্যাপি বার্থ ডে’ গান গেয়ে শোনালেন তাঁর অগণিত ফ্যানেরা। প্রিয় তারকাকে  শুভেচ্ছায় ভরিয়ে দেন তাঁরা ।  শাহরুখ তাঁদের সকলের উদ্দেশে হাত জোড় করেন, ছূঁড়ে দেন চুমুও। তারপরই তাঁর বিখ্যাত পোজও দেখান বাদশা। যা দেখে আনন্দে চিৎকার করে ওঠেন তশাহরুখের ফ্যানেরা।

সূত্রের খবর,এবারের জন্মদিনে ভক্তদের সঙ্গে কেক কাটবেন এসআরকে।যে ভক্ত ও অনুরাগীরা তাঁকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছেন, তাঁদের সঙ্গে তাজ ল্যান্ডসে দেখা করবেন তিনি বলেই খবর। অন্যদিকে আজ তাঁর জন্মদিনে রয়েছে বড় চমক। আজই লঞ্চ হতে চলেছে ‘পাঠান’ ছবির ট্রেলার। ‘পাঠান’ ছবিতে শাহরুখ ফিরছেন দীপিকা পাডুকোনের সঙ্গে। এর আগে তিনটি ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেন। সব কটি ছবিই সুপারহিট। তাই ভক্তদের আশা বাদশা তাঁর লাকি নায়িকাকে নিয়ে ফিরছেন। ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন মুক্তি পাবে ‘পাঠান’। তার আগে আজ জন্মদিনে শাহুরুখ তাঁর ভক্তদের কী উপহার দেন, সেই দিকে তাকিয়ে সকলে।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version