নির্দিষ্ট সময়ের আগেই দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিলেন সুকন্যা

কথামত দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। বুধবার সকাল ১০টার কয়েক মিনিট আগেই হাজিরা দেন তিনি। এদিন তাঁর নামে থাকা সম্পত্তি, ও আর্থিক লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইডি সূত্রের  খবর। এদিকে এদিন সকালেই ইডি দফতরে আনা হয়েছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকেও।অনুব্রত কন্যা ও সায়গালকে মূখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা, তা নিয়ে জল্পনা চলছে। ইডি সূত্রের খবর, ফের তলব করা হতে পারে সুকন্যাকে।

আরও পড়ুন:ফের তলব, ২ নভেম্বর দিল্লির ইডি দফতরে হাজিরা দিতে হবে সুকন্যাকে

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। আপাতত আসানসোল সংশোধনাগারে রয়েছেন তিনি। একই মামলায় আগেই গ্রেফতার হয়েছেন সায়গাল হোসেনও। তাঁকেও নিজেদের হেফাজতে দিল্লি নিয়ে গিয়েছে ইডি। কেন্দ্রীয়  সংস্থার দাবি, গরুপাচারকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল সায়গলের । তাঁর মারফতই টাকা আসত অনুব্রতর কাছে। তাই সেই সংক্রান্ত তথ্য পেতেই মরিয়া হয়ে  সুকন্যাকে তলব করেছে ইডি।এদিকে এদিন অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিটকে তলব করেছে সিবিআই। সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

আজ, বুধবার সকালে তাঁকে দেখা গেল, সবুজ রঙের সালোয়ার কামিজ আর মুখে কালো মাস্ক পরে নয়াদিল্লির ইডির দফতরে হাজিরা দেন সুকন্যা মণ্ডল। প্রথমবার অসুস্থতার কারণে রাজ্যের বাইরে ছিলেন তিনি। তাই হাজিরা দিতে পারেননি। তবে দ্বিতীয়বারের তলবে সম্পত্তির যাবতীয় নথি নিয়েই সুকন্যা পৌঁছে যান দিল্লিতে ইডির দফতরে।