Tuesday, November 11, 2025

নিয়োগ জটিলতার আইনি জালে এবার আটকে ২৬৯ জন চাকরিহারা (jobless) শিক্ষকদের ভবিষ্যৎ। বছর চারেক চাকরি করার পরেও তাদের কেন মামলায় পার্টি করা হল না এই প্রশ্ন তুলেছেন চাকরিহারা শিক্ষকরা। কলকাতা হাইকোর্টের (Calcutta High court) একক বেঞ্চ (Single bench)২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। পরবর্তী সময়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চও ওই একই নির্দেশ বহাল রাখে। এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। এরপর ওই ২৬৯ জনের চাকরি বাতিল হওয়ার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। পাশাপাশি মামলায় তাঁদের পার্টি করার নির্দেশও দেওয়া হয়। এর মধ্যেই ফের সুপ্রিম দ্বারস্থ চাকরিহারা শিক্ষকরা। তাঁদের বক্তব্য, সুপ্রিম কোর্টেরর স্থগিতাদেশের পরেও তাঁদের চাকরিতে পুনরায় যোগদান বন্ধ রয়েছে। বেতনও বন্ধ রয়েছে তাঁদের। এই অবস্থায় তাঁদের চাকরিতে যোগদান করতে দিক রাজ্য। এই আর্জি জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ওই ২৬৯ জন।

সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর (Aniruddha Basu) ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন ২৬৯ জন চাকরিহারা শিক্ষক। দেশের শীর্ষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন তাঁরা প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন এই প্রশ্ন তুলে মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন তাঁরা। মঙ্গলবারই ওই ২৬৯ জনকে কলকাতা হাইকোর্টে চলা মামলায় পার্টি করার জন্য তথ্য চেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি পাঠিয়েছিলেন মামলাকারীদের আইনজীবীরা। যুক্তি ছিল সরকারি নিয়ম মেনে ৪ বছরের বেশি সময় ধরে চাকরি করলে পার্মানেন্ট হয়ে যাওয়ার কথা। তাহলে কেন মামলার পার্টি হিসেবে তাঁদের রাখা হল না? সুপ্রিম আদালতের তরফে নির্দেশনামায় কীসের ভিত্তিতে তাঁদের চাকরি বাতিল করা হয়েছিল বলে প্রশ্ন তোলা হয়। এরপর আজ বুধবার অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন ২৬৯ জন চাকরিহারা শিক্ষকরা।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version