Thursday, November 6, 2025

Afghanistan: শিক্ষার অধিকারের দাবিতে আন্দোলন! ছাত্রীদের চাবুক মারল তালি*বান

Date:

তালি*বানরা আফগানিস্তান (Afghanistan) দখল করার পর থেকেই সেখানকার মহিলাদের জীবনে চরম অন্ধকার নেমে এসেছে। শুধু দৈনিক জীবনযাপনই (Daily Life) নয়, শিক্ষাক্ষেত্রেও (Education) বহু বাধার সম্মুখীন হতে হচ্ছে আফগান মহিলাদের (Afghan Women)। রবিবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) আফগানিস্তানের আরও একটি নৃশংস ভিডিও ভাইরাল। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের (Afghanistan) বাদাখশান প্রদেশের বাদাখশান বিশ্ববিদ্যালয়ে (Badakhshan University)। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের এক তালি*বান নিরাপত্তারক্ষী (Security Personnel) গেটের সামনে জমায়েত করা মহিলা ছাত্রীদের চাবুক মারছে। ওই ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে শিক্ষার অধিকারের (Right to Education) দাবি জানাচ্ছিলেন। কিছুদিন আগেই বোরখা (Burkha) না পরে থাকায় তাঁদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তা নিয়ে আফগানিস্তানের উত্তর-পূর্বে অবস্থিত বাদাখশান বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে অবস্থান করেছিলেন ছাত্রীরা। সেই অপরাধেই তাঁদের উপর নেমে আসে তালি*বানি অত্যাচার।

তবে শুধু চাবুকই নয়, তালি*বান নিরাপত্তারক্ষীর হাতে থাকা লাঠি, বন্দুকের বাঁট দিয়েও ছাত্রীদের মারধরের অভিযোগ ওঠে। এরপরই ছাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তাঁরা সেখান থেকে পালাতে ছুটতে শুরু করেন। যদিও বিশ্ববিদ্যালয়ের সভাপতি নাকিবুল্লা কাজিজাদা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পড়ুয়াদের উদ্দেশে হিংসাত্মক হামলার বিষয়টি খতিয়ে দেখা হবে। ছাত্রীদের উপর এমন অত্যাচার কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভিড় সরিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিচালকদের ঢোকার রাস্তা করে দিতে নিরাপত্তারক্ষীরা ব্যবস্থা নিয়েছিল। যদিও ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে, চাবুক মারা হচ্ছে তাঁদের। ওই সময় ছাত্রীরা স্লোগান দিতে থাকেন, ‘শিক্ষার অধিকার চাই’।

তালি*বান সরকার ইতিমধ্যে মহিলাদের জন্য পোশাক বিধি (Dress Code) চালু করেছে। আফগান মহিলারা রাস্তায় বেরোলে তাঁদের নিকাব বা বোরখা পরা বাধ্যতামূলক। বিভিন্ন মানবাধিকার সংগঠনও বিষয়টি নিয়ে সরব হয়েছে। ক্ষমতা দখলের পর থেকেই মানবাধিকার সাঙ্ঘাতিক ভাবে লঙ্ঘিত হয়েছে। ক্ষমতায় আসার আগে যে সব প্রতিশ্রুতি তালি*বানরা দিয়েছিল তা বিন্দুমাত্র পালন করেনি বলে অভিযোগ। গত বছর অগাস্টেই আফগানিস্তানের দখল নেয় তালি*বানরা। তারপর থেকেই মহিলাদের উপর বিভিন্ন বিধিনিষেধ চাপানো হয়েছে। ষষ্ঠ শ্রেণির পর ছাত্রীদের স্কুলে যাওয়ার উপরও জারি নিষেধাজ্ঞা।

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version