Friday, August 29, 2025

সাংসদ হিসাবে সম্পূর্ণ ব্যর্থ,নিজের সব বিধানসভায় হেরেছেন : লকেটকে পাল্টা জবাব কুণালের

Date:

Share post:

শাসনের ডেউপুকুর গ্রামে বুধবার শুকুর আলির বাড়ি থেকে গুলি ও বন্দুক বাজেয়াপ্ত করেছে এসটিএফ। তা নিয়ে রীতিমতে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিরোধীরা। অস্ত্রশস্ত্র উদ্ধারের ইস্যুকে হাতিয়ার করেই রাজ্যের শাসকদলকে বিঁধলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। তাঁকে পালটা জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।বুধবার লকেট বলেন, পঞ্চায়েত ভোট সামনে আসছে। প্রত্যেক তৃণমূল নেতাদের ঘরে তদন্ত করা হলে প্রচুর অস্ত্র পাওয়া যাবে। বিছানার তলা থেকে এবং মাটি খুঁড়ে অস্ত্র পাওয়া যাবে। এরা অস্ত্র মজুত করে রাখছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে এরা রক্ত দিয়ে ভোট চায়। এরা খুন দিয়ে ভোট চায়। এরা বন্দুক দিয়ে ভোট চায়। মাথায় বন্দুক ঠেকিয়ে এরা পঞ্চায়েত ভোট মানুষের কাছ থেকে নেবে এবং পঞ্চায়েত ভোটে কাউকে নমিনেশন জমা দিতে দেবে না, তার জন্য এরকম করছে। এদের গ্রেপ্তার করা হয়েছে। এদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এরা যেন জামিনেও ছাড়া না পায়।

এরই পাশাপাশি, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন লকেট। মুখ্যমন্ত্রীর চেন্নাই সফরকেও কটাক্ষ করেন লকেট। স্ট্যালিনের সঙ্গে বৈঠক করলেও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে বলে মন্তব্য তাঁর। বুধবার ইডি’র তলবে দিল্লিতে গিয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। লকেট এই ইস্যুও হাতছাড়া করেননি। তাঁর তোপ, এরা এত পাপ করেছে যে নিজের মেয়েকেও ওই পাপে যুক্ত করেছে। এরা কখনই ভাল হতে পারে না।

লকেট চট্টোপাধ্যায়কে পালটা জবাব দিয়ে দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, লকেট চট্টোপাধ্যায় সাংসদ হিসাবে বিধানসভায় দাঁড়ালেন। তারপর হারলেন। বিধানসভা ভোটে বললেন সুস্থ ভোট। এখন অসুস্থ ভোট কেন? সাংসদ হিসাবে কত বড় ব্যর্থ, নিজের এলাকায় সব বিধানসভায় হেরেছেন। আবার হারবেন। আসলে নাচতে না জানলে উঠোন বাঁকা।এই ধরনের কথার কোনও সারবত্তা নেই।

 

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...