Monday, May 5, 2025

সিএএ চালু হয়ে গেল বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে গতকাল থেকে যে প্রচার করছেন, তাকে তোপে উড়িয়ে দিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, আগে শুভেন্দু জবাব দিন ২০২০ পর্যন্ত বিরোধিতা করে ‘বিজেপি হটাও দেশ বাঁচাও’ বলার পর হঠাৎ এখন সিএএ চালু নিয়ে কেন সওয়াল করছেন? এটা ‘কুমির ছানার গল্প’ বলে কটাক্ষ করে কুণালের সাফ কথা, গুজরাটের সেতু বিপর্যয় থেকে নজর ঘোরাতেই এইসব বলা হচ্ছে।এটার কোনও বাস্তব ভিত্তি নেই। যারা ওপার বাংলা থেকে এসেছেন তারাও জানেন যে তারা এখানে নাগরিকত্ব পেয়েছেন। ভোটার তালিকায় তাদের নাম আছে, চাকরি করতে পারেন, সরকারি চাকরি করতে পারেন, ভোটে দাঁড়াতে পারেন, বিভিন্ন সরকারি জায়গায় দায়িত্ব নিতে পারেন। এই ব্যাপারটা তো আইনেই রয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল কার্যত ধুয়ে দিলেন শুভেন্দুকে। তিনি বলেন, এমনই বিরোধী দল নেতা যে কোনও কিছু বুঝলোই না, অথচ সবার আগে ‘তিরিং বিরিং-তিরিং বিরিং’ করে সিএএ চালু হয়েছে বলে প্রচার শুরু করেছে।জানেনই না যে সিএএ চালুই হয়নি। যে আইন দিয়ে কেন্দ্র এটা করেছে সেটা সম্ভবত ১৯৫৫ সালের একটা আইন। যার ভিত্তিতে এটা করা হয়েছে তার সঙ্গে সিএএর কোনও সম্পর্কই নেই।। হঠাৎ অতি উগ্র বিজেপি সাজতে গিয়ে এইসব নাটক।
কুণাল এদিন স্মরণ করিয়ে দেন,২০২০-র নভেম্বর পর্যন্ত এই শুভেন্দু বলেছে সিএএ হতে দেবো না, মোদি হাটাও দেশ বাঁচাও। যেই সিবিআই ইডি থেকে বাঁচতে বিজেপিতে গেল, এখন বলছে সিএএ চালু হোক।কত বড় বিভ্রান্তিকর মিথ্যাচার। এই শুভেন্দু অধিকারীর কথা কেউ বিশ্বাস করবেন? কোনও কিছু না জেনেই লাফাতে লাফাতে বলছে, সিএএ চালু হয়ে গেল পরে বাংলাতেও চালু হবে ! কেন্দ্রীয় সরকার যে আইন দিয়ে এটা ঘোষণা করেছে তাতেও বহু ফাঁক আছে। তার সঙ্গে সিএএ-র কোনও সম্পর্কই নেই। এটা ১৯৫৫ সালের একটা আইনের উপর দাঁড়িয়ে গোঁজামিল দিয়ে তৈরি করা হয়েছে। শুভেন্দুর তো ক্ষমা চাওয়া উচিত।একজন বিরোধী দলনেতা সরকারি আইন জানে না। এর চেয়ে হাস্যকর আর কী হতে পারে?এমনই বিরোধী দলনেতা যে সরকারের ঘোষণাকে বিকৃত করে প্রচার করছে।
একজন বিরোধী দলনেতা সরকারের কোন আইন পাশ হয়েছে আর কোন আইন তৈরি হচ্ছে তার কোনও তাল জ্ঞান নেই। শুধুমাত্র সবার আগে কথা বলতে হবে বলে বিভ্রান্তিকর প্রচার করছে।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version