Monday, August 25, 2025

লড়াইটা এখনও চলছে। তাঁর জন্য প্রার্থনা করছেন তাঁর ভক্ত সতীর্থ পরিবার-পরিজন প্রত্যেকেই। গত কয়েক বছর ধরেই বেশ অসুস্থ অভিনেত্রী ঐন্দ্রিলা (actress Aindrila Sharma)। ক্যানসারের (Cancer)সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন অভিনেত্রী। কিন্তু মঙ্গলবার রাতে আচমকাই ব্রেন স্ট্রোকে (Brain stroke)আক্রান্ত হয়ে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)।স্ট্রোকের ফলেই মাথায় রক্ত জমাট বেঁধে গেছে অভিনেত্রীর, বলে হাসপাতাল সূত্রে খবর। মঙ্গলবার রাতেই তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার (Brain operation) করা হয়। হাসপাতাল সূত্রের খবর, ঐন্দ্রিলার কোনও হাইপার টেনশনের ইতিহাস নেই। তবে এখনও তাঁর ক্যানসারের চিকিৎসাও চলছে। এর মাঝে বুধবার রাত ১১.৫৫ মিনিট নাগাদ তিনি চোখ মেলে তাকিয়ে ছিলেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এরপরই মেয়ের দ্রুত সেরে ওঠার আশায় বুক বেঁধেছেন তাঁর মা।

বহরমপুরের বাড়ি এখন ফাঁকা, সবাই কলকাতায়। অভিনেত্রী না প্রত্যেকটা মুহূর্তে মেয়ের সুস্থতার খবর পাওয়ার জন্য আকুল হয়ে বসে আছেন। কাজের জগতের সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়েছিলেন ঐন্দ্রিলা। ওয়েব সিরিজের কাজ শুরুও হয়ে গেছিল। তারপর আচমকাই এই দুর্ঘটনা। ঐন্দ্রিলা সুস্থ হয়ে দ্রুত শ্যুটিং ফ্লোরে ফিরুন এই প্রার্থনাই স্টুডিয়োপাড়ার। ঐন্দ্রিলার মা বলছেন মেয়ের সাধ ছিল গরিব দুঃস্থদের জন্য অনেক কাজ করার। বহরমপুরে অনাথ আশ্রম তৈরি করার পরিকল্পনাও ছিল তাঁর। এখনও সবটা যেন ঘোরের মতো লাগছে ঐন্দ্রিলার মায়ের। তিনি জানান যে দিন মেয়েটা অসুস্থ হয়ে পড়ল, সে দিন ও প্রথমে আমাকে বলল, “মা, আমার ডান হাত উঠছে না।’’ তার পর দেখলাম, ওর ডান পাটা নড়ছে না। বলতে বলতে ৫-৭ মিনিটের মধ্যে ওর গোটা দেহে পক্ষাঘাত হল। ও বমি করতে শুরু করল। তখন আমি দারুণ দুশ্চিন্তায় পড়ে গেলাম। আপাতত আগের থেকে একটু ভাল আছেন অভিনেত্রী।তবে  চিকিৎসকরা বলছেন কিছুটা হলেও সাড়া দিয়েছেন ঐন্দ্রিলা। অসম্ভব মানসিক জোর তাঁকে আবার এই লড়াইয়ের ময়দানে ফিরিয়ে আনবেই, এমনটাই বিশ্বাস তার আপনজনদের।

Related articles

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...
Exit mobile version