Thursday, August 21, 2025

১১ ডিসেম্বর রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষক (Primary Teacher) নিয়োগের যোগ্যতামান নির্ণায়ক পরীক্ষা (Teachers eligibility test) হতে চলেছে। তার আগে প্রাথমিকে টেট পরীক্ষায় বসার জন্য পরীক্ষার্থীদের যোগ্যতা মানের ক্ষেত্রে বিশেষ ছাড় দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। বুধবারই পর্ষদের তরফে জারি করা হল নয়া বিজ্ঞপ্তি।

টেট পরীক্ষার নিয়ম নিয়ে বেশ কিছু পরিবর্তন চলতি বছরে একাধিকবার লক্ষ্য করা গেছে। এই নিয়ে তৃতীয়বার টেট (TET) পরীক্ষার্থীদের যোগ্যতামানের পরিবর্তন করা হল। বৃহস্পতিবার অনলাইন আবেদনের (Online Application) শেষদিন। তার আগেই বিজ্ঞপ্তি জারি করে এই যোগ্যতামান জানিয়ে দিল পর্ষদ। অনলাইন আবেদনের পোর্টালে প্রয়োজনীয় সংশোধন করে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০১০ সালের ২৩ আগস্টের আগে ব্যাচেলর ইন এডুকেশন (B. Ed) এবং স্নাতক করেছেন, এরকম জেনারেল প্রার্থীরা স্নাতকে ৪৫ শতাংশ নম্বর পেলে এবং সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা ৪০ শতাংশ নম্বর পেলেই ২০২২ সালের টেটে অংশগ্রহণ করতে পারবেন। টেটে বসার জন্য এই পরীক্ষার্থীদের স্নাতকে ৫০ শতাংশ নম্বরের প্রয়োজন নেই। পর্ষদ চেয়ারম্যান গৌতম পাল (Gautam Paul) আগেই জানিয়েছেন যে আগামী ১১ ডিসেম্বর ২০২২, বেলা ১২টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত রাজ্যজুড়ে প্রাথমিকের টেট। প্রাথমিকের ১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। মোট ১৫০ নম্বরে পরীক্ষা হবে। তবে, আগের বিজ্ঞপ্তিতেই পর্ষদ জানিয়ে দিয়েছে, টেট (TET) উত্তীর্ণ হওয়া মানেই চাকরির অধিকার অর্জন করা নয়। সেই সম্পর্কেও সতর্ক করে দেওয়া হয়েছে গাইডলাইনে।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version