TET ‘অনুত্তীর্ণ’ প্রার্থীদেরও নিয়োগে সুযোগ! কী নির্দেশ কলকাতা হাইকোর্টের

TET ‘অনুত্তীর্ণ’ প্রার্থীদের নিয়োগ নিয়ে বড় ঘোষণা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। নিয়ম মেনেই ৫ জন ‘অনুত্তীর্ণ’ চাকরিপ্রার্থীকে সুযোগ করে দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। ২০২২-এর প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় ওই ৫ জনকে ফর্ম (Form) পূরণ করার অনুমতি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangapadhyay)।

২০১৪ সালের টেটে এই ৫ প্রার্থী ১৫০ এর মধ্যে ৮২ নম্বর পেয়েছেন। ফলে তাঁরা গড়ে ৫৪.৬৭ শতাংশ নম্বর পেয়েছেন। নিয়ম অনুসারে ৫৪.৬৭-কে ৫৫ নম্বর হিসাবে গণ্য করতে হবে। টেটের নিয়মানুযায়ী, ৫৫ পাওয়া প্রার্থীরা যোগ্য হিসেবে বিবেচিত হবেন। এই দাবি নিয়ে মামলা করেন এই ৫জন।

Previous articleহোয়াটসঅ্যাপে একসঙ্গে ৩২ জন যোগ দিতে পারবেন ভিডিও কলে!
Next articleবিরাট রেকর্ড গড়ায় কোহলিকে শুভেচ্ছা জয়বার্ধনের