Thursday, August 21, 2025

অভিনব উদ্যোগ, দুয়ারে সরকার শিবিরে জানানো যাবে নাগরিক পরিষেবা সংক্রান্ত অভিযোগও!

Date:

রাজ্য সরকারের উদ্যোগে ফের শুরু হয়েছে “দুয়ারে সরকার” (Duare Sarkar) শিবির। পুরনো প্রকল্পগুলির পাশাপাশি এবার আরও বেশকিছু নতুন পরিষেবা মিলছে এই শিবির থেকে। এবার বিভিন্ন প্রকল্প ও নাগরিক পরিষেবা সংক্রান্ত অভাব-অভিযোগ “দুয়ারে সরকার” শিবিরে গিয়েই জানাতে পারবেন নাগরিকরা। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে এমন উদ্যোগ খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য প্রতিটি শিবিরে একটি পৃথক কাউন্টার খোলা হয়েছে। অভিযোগ নেওয়ার পর প্রমাণপত্র হিসেবে একটি চিরকুটও দেওয়া হবে। এমনকী, তালিকা বহির্ভূত প্রকল্প সংক্রান্ত অভিযোগও শিবির মারফত জমা দেওয়া যাবে। এবিষয়ে সব জেলাশাসককে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

প্রসঙ্গত, গত মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে “দুয়ারে সরকার” শিবির। গত দু’দিনে রাজ্যের ৫ হাজার ২৪৯টি ক্যাম্প হয়েছে। সেখানে মোট ৫ লক্ষ ৬১ হাজার মানুষ যোগ দিয়েছেন। ২ লক্ষ ২৩ হাজার মানুষ খোঁজখবর নিয়েছেন এবং বিনামূল্যে সামাজিক সুরক্ষার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নথিভুক্ত হয়েছে ৯৪,১০৩ জনের নাম। স্বাস্থ্যসাথী ও খাদ্যসাথীর জন্য যান যথাক্রমে ৬৭ হাজার ও ৩৯ হাজার মানুষ।

নতুন পরিষেবা হিসেবে এবার জমির পাট্টা, বিদ্যুৎ সংযোগ, বকেয়া বিদ্যুৎ বিলে ছাড়, মৎস্যজীবীদের নাম নথিভুক্তিকরণ এবং কৃষি পরিকাঠামো উন্নয়নে অনুদান দুয়ারে সরকার শিবিরে যুক্ত হয়েছে। এগুলির মধ্যে সর্বাধিক সাড়া পড়েছে মৎস্যজীবীদের নাম নথিভুক্তিকরণ প্রকল্পে। ১৫,৯১২ জন এই পরিষেবার নাম নথিভুক্ত করিয়েছেন। বিদ্যুৎ সংযোগের জন্য এসেছেন ৬ হাজারের বেশি নাগরিক। বিদ্যুৎ বিলে ছাড়ের আবেদন জমা পড়েছে ৪ হাজারের বেশি। কৃষি পরিকাঠামোর উন্নয়নের অনুদান পেতে আবেদন করেছেন ৫৬৬ জন।

দুয়ারে সরকারে এবার যুক্ত হচ্ছে দাঁতের চিকিৎসাও। আগামী কাল, শুক্রবার বেলা ১০টায় কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডে শুরু হচ্ছে এই পরিষেবা। অন্যদিকে, রাজ্যজুড়ে সপ্তাহে অন্তত তিনদিন দুয়ারে সরকার শিবিরে পরিষেবা দেবেন দু’জন করে কর্মরত দন্ত চিকিৎসকও।

Related articles

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...
Exit mobile version