Thursday, December 4, 2025

দীর্ঘ ৭ ঘন্টার জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরোলেন সুকন্যা

Date:

Share post:

বুধবারের পর আজ বৃহস্পতিবারও ইডির (ED) আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি অনুব্রত মণ্ডলের(Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। ইডি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালেই দিল্লিতে এপিজে আবদুল কালাম রোডে তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেন সুকন্যা। একদিকে গরু পাচার-কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডল, ওই একই মামলায় নাম জড়িয়েছে সুকন্যারও। তাঁর বিপুল সম্পত্তির বিষয় সঠিক তথ্য পেতে চাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেই কারণেই সুকন্যাকে আজ আবার তলব করেছ ইডি। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর বিকেল সাড়ে পাঁচটার কিছু সময় পরে ইডি দফতর থেকে বেরিয়ে যান কেষ্টকন্যা। তারও ঘন্টাখানেক পরে সেখান থেকে বেরোতে দেখা যায় মনীষ কোঠারি (Manish Kothari) এবং রাজীব ভট্টাচার্যকেও (Rajib Bhattacharya)।

গরু পাচার মামলায় ইডির তুরুপের তাস অনুব্রত মন্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন(Saigal Hossain)। শুক্রবার তাঁকে আদালতে পেশ করতে চলেছে ইডি। তার আগে বুধবার সায়গলের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় সুকন্যা মণ্ডলকে। বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ইডির দাবি, সুকন্যার নামে কোটি কোটি টাকার সম্পত্তি এবং একাধিক সংস্থার হদিস মিলেছে। তা নিয়েই অনুব্রত-কন্যাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ওই তদন্তকারী সংস্থা। এ ছাড়া অনুব্রতের চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকে তলব করে ইডি। পাশাপাশি অনুব্রতর ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত ব্যবসায়ীকে রাজীব ভট্টাচার্যকেও তলব করা হয়। বৃহস্পতিবার নথি হাতে ইডি দফতরে সময় মতোই পৌঁছে যান সুকন্যা। প্রায় সাত ঘন্টা ধরে তাঁকে নানা প্রশ্ন করা হয়। চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারির কাছ থেকে নথি মিলিয়ে সবটা খতিয়ে দেখা হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁরা একে একে ইডির দফতর থেকে বেরিয়ে গেছেন। আগামীকাল অর্থাৎ শুক্রবার ফের তাঁদের তলব করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে।

spot_img

Related articles

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...

অ্যাপ দিয়ে ফোনে আড়ি পাতা! চাপের মুখে ‘সঞ্চার সাথি’ নিয়ে পিছু হঠল কেন্দ্র

পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত...