Friday, August 22, 2025

বুধবারের পর আজ বৃহস্পতিবারও ইডির (ED) আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি অনুব্রত মণ্ডলের(Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। ইডি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালেই দিল্লিতে এপিজে আবদুল কালাম রোডে তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেন সুকন্যা। একদিকে গরু পাচার-কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডল, ওই একই মামলায় নাম জড়িয়েছে সুকন্যারও। তাঁর বিপুল সম্পত্তির বিষয় সঠিক তথ্য পেতে চাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেই কারণেই সুকন্যাকে আজ আবার তলব করেছ ইডি। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর বিকেল সাড়ে পাঁচটার কিছু সময় পরে ইডি দফতর থেকে বেরিয়ে যান কেষ্টকন্যা। তারও ঘন্টাখানেক পরে সেখান থেকে বেরোতে দেখা যায় মনীষ কোঠারি (Manish Kothari) এবং রাজীব ভট্টাচার্যকেও (Rajib Bhattacharya)।

গরু পাচার মামলায় ইডির তুরুপের তাস অনুব্রত মন্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন(Saigal Hossain)। শুক্রবার তাঁকে আদালতে পেশ করতে চলেছে ইডি। তার আগে বুধবার সায়গলের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় সুকন্যা মণ্ডলকে। বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ইডির দাবি, সুকন্যার নামে কোটি কোটি টাকার সম্পত্তি এবং একাধিক সংস্থার হদিস মিলেছে। তা নিয়েই অনুব্রত-কন্যাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ওই তদন্তকারী সংস্থা। এ ছাড়া অনুব্রতের চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকে তলব করে ইডি। পাশাপাশি অনুব্রতর ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত ব্যবসায়ীকে রাজীব ভট্টাচার্যকেও তলব করা হয়। বৃহস্পতিবার নথি হাতে ইডি দফতরে সময় মতোই পৌঁছে যান সুকন্যা। প্রায় সাত ঘন্টা ধরে তাঁকে নানা প্রশ্ন করা হয়। চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারির কাছ থেকে নথি মিলিয়ে সবটা খতিয়ে দেখা হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁরা একে একে ইডির দফতর থেকে বেরিয়ে গেছেন। আগামীকাল অর্থাৎ শুক্রবার ফের তাঁদের তলব করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version