Tuesday, November 11, 2025

বুধবারের পর আজ বৃহস্পতিবারও ইডির (ED) আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি অনুব্রত মণ্ডলের(Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। ইডি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালেই দিল্লিতে এপিজে আবদুল কালাম রোডে তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেন সুকন্যা। একদিকে গরু পাচার-কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডল, ওই একই মামলায় নাম জড়িয়েছে সুকন্যারও। তাঁর বিপুল সম্পত্তির বিষয় সঠিক তথ্য পেতে চাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেই কারণেই সুকন্যাকে আজ আবার তলব করেছ ইডি। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর বিকেল সাড়ে পাঁচটার কিছু সময় পরে ইডি দফতর থেকে বেরিয়ে যান কেষ্টকন্যা। তারও ঘন্টাখানেক পরে সেখান থেকে বেরোতে দেখা যায় মনীষ কোঠারি (Manish Kothari) এবং রাজীব ভট্টাচার্যকেও (Rajib Bhattacharya)।

গরু পাচার মামলায় ইডির তুরুপের তাস অনুব্রত মন্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন(Saigal Hossain)। শুক্রবার তাঁকে আদালতে পেশ করতে চলেছে ইডি। তার আগে বুধবার সায়গলের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় সুকন্যা মণ্ডলকে। বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ইডির দাবি, সুকন্যার নামে কোটি কোটি টাকার সম্পত্তি এবং একাধিক সংস্থার হদিস মিলেছে। তা নিয়েই অনুব্রত-কন্যাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ওই তদন্তকারী সংস্থা। এ ছাড়া অনুব্রতের চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকে তলব করে ইডি। পাশাপাশি অনুব্রতর ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত ব্যবসায়ীকে রাজীব ভট্টাচার্যকেও তলব করা হয়। বৃহস্পতিবার নথি হাতে ইডি দফতরে সময় মতোই পৌঁছে যান সুকন্যা। প্রায় সাত ঘন্টা ধরে তাঁকে নানা প্রশ্ন করা হয়। চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারির কাছ থেকে নথি মিলিয়ে সবটা খতিয়ে দেখা হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁরা একে একে ইডির দফতর থেকে বেরিয়ে গেছেন। আগামীকাল অর্থাৎ শুক্রবার ফের তাঁদের তলব করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে।

Related articles

অন্য পেশা দেখুন মোদি, শাহ পদত্যাগ করুন: স্যোশাল মিডিয়ায় তীব্র আক্রমণ মহুয়ার

দিল্লির বিস্ফোরণ, ৯জনের মৃত্যু। আর পরদিন সকালেই ভুটান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর তা নিয়ে...

পরিষ্কার আকাশ, তাপমাত্রা আজই নামবে ১৮-র নিচে!

রবিবার থেকেই পারদ পতনের শুরু গোটা বাংলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা হিমেল হওয়ার সঙ্গে কমেছে বাতাসে জলীয় বাষ্পের (humidity)...

দেশে বিস্ফোরণ, বিদেশে ‘ফটোশুটে’ প্রধানমন্ত্রী! তোপ তৃণমূলের

পহেলগামে নিরীহ পর্যটকদের একেবারে টার্গেট করে হত্যা করল সন্ত্রাসবাদীরা। সোমবারের দিল্লির বিস্ফোরণেও আগে থেকে সতর্কবার্তা ছিল দিল্লিসহ (Delhi)...

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...
Exit mobile version