Friday, August 22, 2025

ক‍্যানসার আক্রান্ত জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নুয়্যার

Date:

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই শুরু হতে চলেছে ২০২২ কাতার বিশ্বকাপ। কিন্তু তার আগে জোর ধাক্কা জার্মান শিবিরে। ত্বকের ক্যানসারে আক্রান্ত কিংবদন্তি জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নুয়্যার। বুধবারই প্রকাশ্যে এসেছে এই চাঞ্চল্যকর খবর। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিজেই সেকথা জানিয়েছেন বায়ার্ন মিউনিখের এই তারকা গোলরক্ষক।

সম্প্রতি নুয়্যার এবং টেনিস তারকা অ্যাঞ্জেলিক কেরবের একটি স্কিন কেয়ার ক্রিম প্রকাশ করেছেন। সেই উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন ন্যুয়ের। সেখানেই তিনি স্কিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। ভিডিওটিতে নুয়্যার বলেন,”আমি ত্বকের ক্যানসারে আক্রান্ত। তিনবার অস্ত্রোপচার করাতে হয়েছে আমাকে। অ্যাঞ্জেলিক আক্রান্ত সূর্যের রশ্মির প্রভাবে হাইপারপিগমেন্টেশনে। আসলে আমরা খেলোয়াড়রা সারাদিন রোদে অনুশীলন করি। তাই সান প্রোটেকশন দরকার। আমাদের দু’জনেরই চর্মরোগের ইতিহাস রয়েছে। এই কারণে আমরা সূর্যের রশ্মি থেকে সব সময় বাঁচার চেষ্টা করি। কোনও রকম আপস করি না আমরা। ত্বকের বিশেষ যত্ন নিতে হয় আমাদের। আমাকে সূর্যের রশ্মির মধ্যেই অনুশীলন করতে হয়। খেলতেও হয়।  তাই আমাকে সব সময় সতর্ক থাকতে হয়।”

জার্মানি এবং বায়ার্নের হয়ে নিয়মিত ভাল পারফরম্যান্স করে ফুটবল মহলে অতি পরিচিত মুখ হয়ে উঠেছেন নুয়্যার । কিন্তু তিনি যে বেশ কিছুদিন ধরে এই মারণ রোগে আক্রান্ত তা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। তবে ক্যানসার আক্রান্ত হলেও ন্যুয়ার আগামী কাতার বিশ্বকাপে খেলার ব্যাপারে আশাবাদী। ন‍্যুয়ার নিজেই জানিয়েছেন, বিশ্বকাপে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version