Tuesday, November 4, 2025

২০২২ ফুটবল বিশ্বকাপ কাতারে(Quatar World Cup) শুরু হচ্ছে ২০ নভেম্বর থেকে। ফুটবল জ্বরে ফুটছে গোটা বিশ্ব। এহেন পরিস্থিতির মাঝেই বাড়তি উচ্ছ্বাস হিসেবে কাতারে পৌঁছে যাচ্ছে বাংলার পাঁঠার মাংস। বাঙালির প্রিয় হরিণঘাটার মটন(Hatinghata Meet) এবার পৌঁছে যাবে আরবে। যার জেরে বাণিজ্যিক মহলেও উত্তেজনার পারদ চড়ছে।

আরবে হরিণঘাটার মাংস রফতানির দায়িত্বে রয়েছে প্রাণিসম্পদ বিকাশ দফতরের অধীনে থাকা‘ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড’। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা এই সংস্থা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কেন্দ্রের ছাড়পত্রও পেয়ে গিয়েছে ইতিমধ্যে। প্রশাসনিক সূত্রে খবর, মাংস হরিণঘাটা থেকেই যাবে। তবে কবে এবং কতটা পরিমাণে মাংস রফতানি করা হবে তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, কাতারে রেড মিটের চাহিদা প্রচুর। পশ্চিমবঙ্গে হরিণঘাটার মাংসের জনপ্রিয়তাও কম নয়। গোটা দেশ জুড়েই বাংলার মাংসের প্রচুর নামডাক। তবে এবার বাঙালি ফুটবল প্রেমীদের মন জোগাতে বাংলার হরিণঘাটার মাংস পুরোদমে কাতারে ফুটবল বিশ্বকাপে সুযোগ পাবে। সবরকম স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় রেখে বিদেশের বাজারে এই মাংস সরবরাহ করা হবে।

সূত্রের খবর, মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ভবিষ্যতে মাংস রফতানি করার পরিকল্পনা শুরু করেছে রাজ্য। হংকং, সিঙ্গাপুর, কুয়েত, ওমান, মালদ্বীপ, সিঙ্গাপুর, সৌদি আরবে পশ্চিমবঙ্গের প্রিয় পাঁঠার মাংস রফতানি হতে পারে আগামিদিনে। সে বিষয়ে জোর উদ্যোগ শুরু হয়েছে।

Related articles

SIR-র প্রতিবাদে আজ কলকাতার রাজপথে তৃণমূলের ঐতিহাসিক মিছিল, নেতৃত্বে মমতা-অভিষেক

মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হচ্ছে একইদিনে এসআইআরের প্রতিবাদে পথে নামছে রাজ্যের...

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...
Exit mobile version