Wednesday, November 12, 2025

বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে এজলাসে পার্থর প্রতিবেশি! হাইকোর্টে নজিরবিহীন দৃশ্য

Date:

ফের এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী কলকাতা হাইকোর্ট। আজ, বৃহস্পতিবার দুপুরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির মধ্যবয়স্ক এক ভদ্রলোক। তখন বেশ কয়েকটি মামলার শুনানি শেষে বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাস ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। ঠিক সেই সময় তাঁর সামনে করজোড় করে দাঁড়ালেন ওই ব্যক্তি। বিচারপতিকে নিজের পরিচয় দিয়ে বললেন, “আমার নাম সুনীল ভট্টাচার্য। আমি নাকতলায় থাকি। পার্থ চট্টোপাধ্যায়ের পাড়ায়। আপনি যা করেছেন তার জন্য অনেক ধন্যবাদ।”

বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্ভবত এমন ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি কিছু বুঝে ওঠার আগেই পার্থ চট্টোপাধ্যায়ের পড়শি বলে দাবি করা ওই ব্যক্তি আরও বলেন, “আমাদের অঞ্চলের বাচ্চা বাচ্চারাও সব জানত। আমরাও অনেক আগে থেকেই জানতাম। কিন্তু কিছু বলতে পারতাম না! কুকুরের বিষয়ে বাড়ির পরিচারিকাও জানতেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি পূজনীয়! আমার মা আপনার কথা বলেন।”

এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর প্রথম প্রতিক্রিয়াতে নাকতলার বাসিন্দা সুনীল ভট্টাচার্যকে বলেন, “আপনার মাকে আমার প্রণাম জানাবেন”। এরপর আরও বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথোপকথন হয়। একটা সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় নাকতলা নিবাসী সুনীলবাবুকে বলেন, “পশ্চিমবঙ্গকে আবার গর্বের জায়গা ফিরিয়ে আনতে হবে। সবাই চেষ্টা করুন”

উল্লেখ্য, এসএসসি-সহ বিভিন্ন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সংক্রান্ত সিংহভাগ মামলাই হাইকোর্টে উঠেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বর্তমানে প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দি পার্থ চট্টোপাধ্যায়।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version