Sunday, August 24, 2025

চেন্নাইয়ে ‘সেন্ডা মেলম’ বাজালেন মমতা, রাজ্যপালের বাড়ির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশে রজনীকান্ত-স্ট্যালিন

Date:

বাদ্যযন্ত্র বাজাতে ভালবাসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার দুর্গাপুজোর উদ্বোধনে রীতিমতো ঢাক কাঁধে বাজাতে দেখা গিয়েছে তাঁকে। সেই মেজাজ বজায় রইল চেন্নাইতেও। বাংলার অস্থায়ী রাজ্যপাল লা গণেশনের (La Ganeshan) দাদার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাই গিয়েছেন মমতা। সেখানে গিয়ে দক্ষিণী ভারতীয় বাদ্য যন্ত্র ‘সেন্ডা মেলম’ বাজালেন বাংলার মুখ্যমন্ত্রী।

রাজ্যপালের আমন্ত্রণে তাঁর দাদার ৮০ বছরের জন্মদিনে অনুষ্ঠানে যোগ দিতে বুধবারই চেন্নাই (Chennai) গিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার, সকাল দশটা নাগাদ সেখানে পৌঁছন মমতা। সুসজ্জিত গেটের বাইরে দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী ‘সেন্ডা মেলম’ বাজাচ্ছিলেন স্থানীয় শিল্পীরা। গাড়ি থেকে নেমে সোজা সেদিকে এগিয়ে যান মুখ্যমন্ত্রী। হাসি মুখে বাজনার কাঠি চেয়ে বাজাতে শুরু করেন। বাংলার মুখ্যমন্ত্রীকে এই মুডে দেখে অভিভূত শিল্পীরা। তাঁরা ‘ম্যাডামজি’ দিকে উৎসাহ দিতে থাকেন।

এরপর অভ্যর্থনা জানিয়ে মুখ্যমন্ত্রীকে ভিতরে নিয়ে যান রাজ্যপাল গণেশন। জন্মদিনের অনুষ্ঠানে খোশমেজাজে উৎসবে যোগ দেন মমতা। সেখানে ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের (MK Stalin), রজনীকান্ত (Rajnikant)-সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজ্যপালের পরিবারের সবার সঙ্গে আন্তরিকভাবে কথা বলতে দেখা যায় মমতাকে।

যে কোনও জায়গায় গিয়েই সেখানকার মানুষের সঙ্গে মিশে যাওয়া অদ্ভূত ক্ষমতা আছে বাংলার মুখ্যমন্ত্রীর। সব শ্রেণির, ধর্মের, বর্ণের মানুষের সঙ্গে একাত্ম হতে পারেন মমতা। বাংলার গণ্ডি ছাড়িয়ে এদিনে তামিলনাড়ুও দেখল সেই দৃশ্য।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version