Wednesday, January 14, 2026

দশমীতে বিষাদের সুর চন্দননগরে! বিসর্জন শোভাযাত্রাকে ঘিরে ঘাটগুলিতে কড়া নিরাপত্তা

Date:

Share post:

সুমন করাতি

বিষাদের সুর চন্দননগরে (Chandannagar)। শারদোৎসব শেষ হতেই জগদ্ধাত্রীপুজোর (Jagadhatri Puja) জন্য দিন গোনা শুরু করেন চন্দননগরের বাসিন্দারা। বৃহস্পতিবার দশমী। এদিন সকাল থেকেই বারোয়ারি ও বাড়ির পুজোগুলিতে সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা। দেবীকে বেদি থেকে নামিয়ে চলে বরণের পালা। তারপর সিঁদুর খেলায় মেতে ওঠেন বাড়ির মহিলারা।

এদিকে বিসর্জনের জন্য প্রস্তুত চন্দননগরের জগদ্ধাত্রীপুজো মণ্ডপগুলি। একাধিক বাড়ি ও বারোয়ারি প্রতিমাগুলি ইতিমধ্যেই রওনা দিয়েছে গঙ্গার উদ্দেশে। বৃহস্পতিবার চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা বেশ কয়েকটি ঘাটে নিরঞ্জন হবে। তবে সব থেকে বেশি প্রতিমা নিরঞ্জন হবে চন্দননগর রানিঘাটে (Ranighat)।

পাশাপাশি ভাগারধার সর্বজনীন জগদ্ধাত্রীপুজো কমিটিও ইতিমধ্যেই সিঁদুর খেলায় মেতে উঠেছে। মাকে বরণ করার পর চলে সিঁদুর খেলার পালা। চন্দননগরের বাসিন্দা তৃণা আচার্য বলেন, চন্দননগরবাসীর কাছে মা জগদ্ধাত্রী শুধুমাত্র পুজো নয়, একটা আবেগ। পুজোর পাঁচটা দিন খুব আনন্দে কাটে। আমাদের কাছে জগদ্ধাত্রী ঘরের মেয়ে। বাপের বাড়ি থেকে ঘরের মেয়ে আবার শ্বশুর বাড়ি ফিরে যাচ্ছে। আবার এক বছরের অপেক্ষা। এক বছর পর আবার মেয়ে ঘরে আসবে। মায়ের কাছে প্রার্থনা আগামী বছর যেন সবার ভালো কাটে।

এদিকে বিসর্জন শোভাযাত্রাকে ঘিরে কড়া নিরাপত্তায় (Tight Security) মুড়ে ফেলা হয়েছে ঘাটগুলিকে। নিরাপত্তার জন্য রাখা হয়েছে পর্যাপ্ত পরিমাণে পুলিশ (Police), ডুবুরি (Diver) ও সিভিল ডিফেন্সের (Civil Defence) কর্মীদের। পাশাপাশি থাকছে লঞ্চও। পাশাপাশি গঙ্গা দূষণ (Pollution) যাতে না হয় তার জন্য পুরসভার পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, প্রতিমা নিরঞ্জনের পর তুলে সরিয়ে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, যার জন্য রাখা রয়েছে স্বেচ্ছাসেবকদের (Volunteers)। চন্দননগর কেন্দ্রীয় কমিটির অধীনে ১৭৬টি পুজা হচ্ছে ভদ্রেশ্বর ও চন্দননগর মিলিয়ে। তার মধ্যে ৬১টি পুজো শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। বাকি পুজো গুলি নিরঞ্জন শুরু হয়েছে যা চলবে বিকেল পর্যন্ত। তবে সন্ধ্যার পর থেকে বিসর্জন বন্ধ থাকবে।

spot_img

Related articles

উৎসবমুখর দেশবাসী, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

  একদিকে মকর সংক্রান্তি, অন্যদিকে পোঙ্গল, সাথে জুটি বেঁধেছে মাঘ বিহু, সবমিলিয়ে বিবিধের মাঝে যেন মহামিলন! এই উপলক্ষে বাংলার...

অর্ঘ্য সেনের প্রয়াণ অপূরণীয় ক্ষতি, রবীন্দ্রসঙ্গীত শিল্পীর মৃত্যুতে সোশ্যালমিডিয়া পোস্ট মুখ্যমন্ত্রীর 

বাংলার সাংস্কৃতিক জগতে নক্ষত্রপতন। বুধের সকালে প্রয়াত কিংবদন্তি শিল্পী অর্ঘ্য সেন (Arghya Sen)। ৯০ বছর বয়সে রবীন্দ্র সংগীত...

কামারেড্ডি জেলায় আরও ২০০ পথকুকুরকে লিথাল ইঞ্জেকশন, মামলা দায়ের পুলিশে 

চলতি সপ্তাহেই তেলঙ্গানার কামারেড্ডি জেলায় ৫০০ কুকুরকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এবার আরও ২০০ পথকুকুরকে লিথাল...

বিবি গাঙ্গুলি স্ট্রিটে আসবাবের দোকানে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

বুধবারের ব্যস্ত সকালে শহর কলকাতায় অগ্নিকাণ্ড। বিবি গাঙ্গুলি স্ট্রিটে একাধিক আসবাবের দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (fire...