Friday, January 9, 2026

মাটিতে পড়ে আহত রোগীর রক্ত চাটছে কুকুর, যোগী রাজ্যে হাসপাতালের ভয়াবহ ছবি ভাইরাল

Date:

Share post:

যোগী রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার এবার নাগরিক পরিষেবা বেহালদশা ফুটে উঠল সোশ্যাল মিডিয়ায়। উত্তর প্রদেশের হাসপাতালগুলির অবস্থা যে কতটা শোচনীয় সে ছবি দেখে শিউরে উঠছে সবাই। দেখা যাচ্ছে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মাটিতে পড়ে রয়েছেন এক ব্যক্তি তার ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে। আর সেই রক্ত চাটছে কুকুর। আশেপাশে কোথাও কোন চিকিৎসক চিহ্ন নেই। মাটিতে পড়ে কাতরাচ্ছেন আহত ওই রোগী। এই ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে এই ভিডিওটি উত্তরপ্রদেশের কুশিনগর জেলা হাসপাতালের। ভিডিওতে দেখা যাচ্ছে আহত অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। প্রবল রক্তক্ষরণের ফলে তার অবস্থা অত্যন্ত গুরুতর। ডাস্টবিনের পাশে শুয়ে কাতরাচ্ছেন তিনি। তার পাশে ঘুরে বেড়াচ্ছে একটি কুকুর। মাঝে মাঝেই ওই ব্যক্তিকে চেটে দিচ্ছে কুকুরটি। ভিডিওতে আরও দেখা যাচ্ছে, আশেপাশে হাসপাতালের কেউ নেই। চিকিৎসক তো দূর, জখম ব্যক্তিকে তুলে খাটে শুইয়েও দেননি কোনও কর্মচারী। হাসপাতালে এমন বেহাল অবস্থা থেকে রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ।

যদিও ভিডিও ভাইরাল হওয়ার পর নড়ে চড়ে বসেছে উত্তর প্রদেশ প্রশাসন। হাসপাতালের ছয় জনকে বরখাস্ত করা হয়েছে। তার মধ্যে রয়েছে দুই ওয়ার্ড বয় ও দুই সাফাই কর্মচারী। হাসপাতালের আধিকারিকদের কাছেও জবাব তলব করা হবে জানিয়েছে জেলা প্রশাসন। কুশিনগর জেলা হাসপাতালের সিএমও জানান, ওই সময়ে দায়িত্ব থাকা চিকিৎসকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...