শ্রমিকদের স্বার্থে, সামাজিক সুরক্ষার লক্ষ্যে কাজ করছে তৃণমূল, হলদিয়ায় মন্তব্য কুণালের

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ঠিকাদারি আর রাজনীতি একসঙ্গে করা যাবে না।

তৃণমূল কৃষি-কৃষক, শিল্প-শ্রমিকের পক্ষে  বলে স্পষ্ট জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শুক্রবার হলদিয়ায় শ্রমিক সভায় তিনি বলেন,মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে কাজ করবে তৃণমূল। শ্রমিকদের স্বার্থ, সামাজিক সুরক্ষার লক্ষ্যে এগিয়ে যাবে। দীর্ঘদিন ধরে সমস্যা চলছে। বিস্তীর্ণ শিল্পাঞ্চলে বঞ্চিত শ্রমিকরা। ঠিকাদার রাজ চলছে। ম্যানেজমেন্টের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের পকেট ভরিয়েছে তারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ঠিকাদারি আর রাজনীতি একসঙ্গে করা যাবে না। শুক্রবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় এই শ্রমিক সভায় উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি-র  রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এইচডিএ-র চেয়ারম্যান জ্যোতির্ময় কর, আইএনটিটিইউসির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি শিবনাথ কর, আইএনটিটিইউসির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি আস্ত্বিক চ্যাটার্জি প্রমুখ।

তিনি বলেন, এখন থেকে হলদিয়া এলাকার ৫৪টি কারখানার ইউনিট ঘোষণা করবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কোনও বহিরাগত নয়, এলাকার মানুষ কারখানার ইউনিট পরিচালনা করবেন।এক্সসাইডের ১৩ জনকে ফিরিয়ে নেওয়া হয়েছে। শুধু ফিরিয়ে নিলেই হবে না। তাদের পুরনো স্ট্যাটাসে কাজ দিতে হবে। মাটি কাটালে চলবে না।

কুণালের সাফ কথা, সামন্ততান্ত্রিক পদ্ধতিতে শ্রমিকদের উপর দমনপীড়ন করবেন না। তাহলে আপনি এখানে অত্যাচার করবেন, আমরা কলকাতা দফতরে আন্দোলন করবো। জবাব কলকাতায় দেওয়া হবে। অন্য জেলায় আন্দোলন হবে।

ম্যানেজমেন্ট-এর বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই। কিন্তু কোনও একজন-দুজন আধিকারিক কোম্পানির মঞ্চ ব্যবহার নিজেদের স্বার্থসিদ্ধি করছে। ম্যানেজমেন্ট বনাম কর্মী লড়াই নয়। কলকাতার ম্যানেজমেন্ট ভালো। শোষক, অপদার্থকে দিয়ে চলবে না। এক্সসাইডের ম্যানেজমেন্ট ভালো। তারা শ্রমিক দরদী। কিন্তু একজন-দুজনের জন্য বদনাম হচ্ছে।

Previous articleসায়গলকে তিহার জেলে পাঠাল দিল্লির আদালত
Next articleপ্ল্যাটফর্ম টিকিট কেটে ট্রেনে উঠছেন , সিট ফাঁকা না থাকলে বিপদ !