প্রিমিয়ারে ডায়মন্ড হারবার এফসি, দলকে শুভেচ্ছা অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের

৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করল ডায়মন্ড হারবার। ৩৮ পয়েন্ট নিয়ে প্রথম ডিভিশন লিগে চ্যাম্পিয়ন হল আর্মি রেড।

জয় দিয়েই কলকাতা লিগে অভিযান শেষ করল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। অল্পের জন্য খেতাব হাতছাড়া হলেও অভিষেকেই প্রথম ডিভিশন লিগে রানার্স হয়ে প্রিমিয়ার ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করল ডায়মন্ড হারবার। ৩৮ পয়েন্ট নিয়ে প্রথম ডিভিশন লিগে চ্যাম্পিয়ন হল আর্মি রেড। আগামী বছর কলকাতা লিগের প্রিমিয়ার ‘বি’-তে খেলবে ডায়মন্ড হারবার। তবে পরের মরশুমে দল বাড়াতে প্রিমিয়ারে একটি গ্রুপ রাখার ভাবনাও রয়েছে আইএফএ-র। তেমটা হলে নতুন পরিকল্পনা নিয়ে দলগঠনে নামবে ডায়মন্ড হারবার।

প্রথম বছরেই ডায়মন্ড হারবার প্রিমিয়ার ডিভিশনে ওঠায় গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক তথা স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।  ট্যুইটারে তিনি লেখেন, “ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবকে আন্তরিক অভিনন্দন প্রথম বছরেই কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করার জন্য। গোটা দল আমাদের সকলকে গর্বিত করেছে। কিবু ভিকুনার তত্ত্বাবধানে মাঠে কর্তৃত্ব করেছে আমাদের দল। জিতে মরশুম শেষ করেছে। আগামী দিনে আরও সাফল্য আনবে দল।”

দলের সাফল্যে উচ্ছসিত ক্লাবের সচিব তথা প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্যও। তিনি বললেন, ‘‘আমরা প্রথম বছর কলকাতা লিগে খেলেই প্রিমিয়ারে উঠলাম। অবশ্যই চ্যাম্পিয়ন না হওয়ার আক্ষেপ আছে। ভাল জায়গায় থেকেও সুযোগটা হাতছাড়া করেছি। সিএফসি-র কাছে হারটা মেনে নিতে কষ্ট হয়েছে। তবু আমরা খুশি অল্প সময়ের মধ্যে দল গড়েও আমরা খুব ভাল ফুটবল উপহার দিয়েছি। কোচ কিবু ভিকুনা, ফুটবলার, সাপোর্ট স্টাফ সকলকে অভিনন্দন। সর্বোপরি, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব দেব, উনি যেভাবে নিজের প্রতিশ্রুতি রক্ষা করে অল্প সময়ের মধ্যে ভাল দল তৈরি করেছেন। আগামী বছর আমরা প্রিমিয়ারের জন্য আরও ভাল দল তৈরি করব এবং চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে নতুন উদ্যমে ঝাঁপাব।’’

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Previous articleকর্নাটকে পথ দুর্ঘটনায় মৃ*ত ৭ মহিলা, যোগী রাজ্যে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃ*ত্যু ৪জনের
Next articleসল্টলেকে যুবকের মৃ*ত্যু, আত্মহ*ত্যা প্ররোচনার অভিযোগে গ্রেফতার প্রেমিকা ও তার বন্ধু