Monday, August 25, 2025

সদ্য চোখের জটিল অপারেশনের (Eye Surgery) পর আমেরিকা (America) থেকে বাড়ি ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পুজো কাটতেই ধীরে ধীরে আগের মতোই রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গতকাল,শুক্রবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আমতলার (Amtala)দলীয় কার্যালয়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। ডিসেম্বরের ৩ তারিখ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে মেগা জনসভা রয়েছে অভিষেকের (Abhishek Banerjee)।

তার আগে মেঘালয় (Meghalaya) সফরে যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দায়িত্ব নেওয়ার পর থেকেই দলকে সাংগঠনিকভাবে সর্বভারতীয় স্তরে পৌঁছে দিতে সচেষ্ট হয়েছেন অভিষেক। শুরু থেকেই তাঁর নজরে উত্তর-পূর্ব ভারত। নতুন বছরের শুরুতেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন। বর্তমানে এই রাজ্যে প্রধান বিরোধী দল তৃণমূল। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৭ নভেম্বর শিলং যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আগামী বছর ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য ত্রিপুরা ও মেঘালয়ে বিধানসভা নির্বাচন। মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতার পদে রয়েছেন তৃণমূল নেতা মুকুল সাংমা (Mukul Sangma)। সেই কারণেই অভিষেকের শিলং সফর বলে মনে করা হচ্ছে। ভোটের আগে মেঘালয়ে দলের বর্তমান পরিস্থিতি ও প্রস্তুতি দেখতেই শিলং যাচ্ছেন তিনি।

শুধু মেঘালয় নয়, ত্রিপুরার ভোটেও নজর রাখছে তৃণমূল। বর্তমানে ত্রিপুরার দায়িত্বে রয়েছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা প্রদেশ তৃণমূলের তরফে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে শিলংয়ের পর আগরতলা সফরেও যেতে পারেন অভিষেক। তবে ত্রিপুরা সফরের সূচি এখনও চূড়ান্ত নয় বলেই জানা যাচ্ছে।

Related articles

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...
Exit mobile version