হাইকোর্টে ধাক্কা শুভেন্দুর, কুণালের মানহানির মামলায় BJP বিধায়কের স্থগিতাদেশের আর্জি খারিজ

কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) করা মানহানির মামলায় শুভেন্দুর স্থগিতাদেশের আর্জি খারিজ করল হাই কোর্ট (High Court)।

প্রকাশ্য জনসভা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে ‘ত্যাজ্যপুত্র’ বলে উল্লেখ করেছিলেন বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু। সেই মন্তব্যের বিরোধিতা করে মানহানির মামলা করেন কুণাল। সেই মামলায় স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। শনিবার, বিজেপি বিধায়কের আর্জি খারিজ করে হাইকোর্ট জানায়, মামলা চলবে এবং নিয়মিত শুনানি হবে। মামলাটি গ্রহণযোগ্য বলেই স্থগিতাদেশ দিল না হাইকোর্ট। শুনানি চলাকালীন অন্তর্বর্তী সময়ে শুভেন্দু আইনজীবী মারফত প্রতিনিধিত্ব করতে পারবেন বলে জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tithankar Ghosh)।