Wednesday, August 27, 2025

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু হতে চলেছে কাতার ২০২২ বিশ্বকাপ। সেই জ্বরেই কাঁপছে গোটা বিশ্ব। এরই মধ‍্যে উত্তাপ ছড়াতে কলকাতায় পা রাখলেন ২০০২ বিশ্বকাপের চ‍্যাম্পিয়ন দল ব্রাজিলের অধিনায়ক কাফু। কাফুর নেতৃত্বে সাম্বার দেশ বিশ্বকাপ জিতেছিল ১৯৯৪ এবং ২০০২ সালে।

এদিন কলকাতায় নেমে মিষ্টির স্বাদ নেন কাফু। যা মনে ধরেছে তাঁর। এছাড়াও এই ব্রাজিলিয়ান তারকা জানালেন যে বাংলার মুখ্যমন্ত্রীর জন্য তিনি ব্রাজিলের জাতীয় দলের একটি জার্সি নিয়ে এসেছেন। কাফুর উপহার থেকে বঞ্চিত হননি ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ও। প্রাক্তন ব্রাজিল অধিনায়ক জানিয়েছেন মহারাজের জন‍্য এনেছেন বুট।

শনিবার এক পাঁচতারা হোটেলে কাফু দোভাষীর মাধ্যমে বলেন,” কলকাতায় এসে খুবই ভালো লাগছে। ভারতের নাম শুনেছি। আগামিকাল ম‍্যাচ হবে। আনন্দ করব।”

সামনেই বিশ্বকাপ। কাফুর মতে চ‍্যাম্পিয়ন হবে তাঁর দেশ ব্রাজিলই। এই নিয়ে কাফু বলেন,” এবার যে সময়ের মধ‍্যে বিশ্বকাপ হচ্ছে তাতে বেশ ভালো। কারণ সব ফুটবলারই খেলার মধ‍্যে আছেন। যদি বলেন কে ফেভারিট? তবে সেটা আমার দেশ। ব্রাজিলই বিশ্বকাপ জিতবে। আপনারা যদি চার বছর আগে আমাকে জিজ্ঞাসা করতেন তাহলে আমি বলতাম, ব্রাজিল দলটা নেইমারের উপর নির্ভরশীল। এখন আর সে কথা বলতে পারছি না। এবার বিশ্বকাপে ব্রাজিল একেবারে আলাদা দল। কারণ, এই দলে ভিনিসিয়াস জুনিয়র, রডরিগো, লুকাস পাকুয়েতা, ফ্রেডের মতো ফুটবলার রয়েছে। ওদের ক্ষমতা রয়েছে ব্রাজিলের হয়ে সেরাটা দেওয়ার। তাই এই ব্রাজিল বিশ্বকাপ জয়ের দাবিদার।”

শনিবার মহামেডান স্পোর্টিং ক্লাবে কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধন। নেতাজির ১২৫ তম জন্ম জয়ন্তীতে কলকাতা পুলিশের এই উদ্দোগ। এই ম‍্যাচে অংশ নেবেন কাফু। এই ম‍্যাচে খেলতে দেখা যাবে লিয়েন্ডার পেজ এবং মনোজ তিওয়াড়িকেও।

এর আগে ভারতের ফুটবল মক্কায় পা রেখেছেন একাধিক মহাতারকার। পেলে, মারাদোনা, মেসি, অলিভার কান, ডিয়েগো ফোর্লান। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন কাফু।

আরও পড়ুন:চেন্নাইয়ান এফসির কাছে ১-০ গোলে হারল ইস্টবেঙ্গল

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version