Thursday, August 28, 2025

Entertainment: সুখী দাম্পত্যের ‘কথামৃতে’ রূপঙ্করের আড়ি ভাবের গান !

Date:

দাম্পত্য শব্দটার অর্থ খুব একটা সহজ নয়। কিন্তু সহজ ভাবে বাঁচার উপায় লুকিয়ে আছে সাধারণ এই দাম্পত্যের মধ্যেই। মাঝবয়সে পৌঁছে বিবাহিত নারী পুরুষ সম্পর্কে ভাল থাকার শর্ত কি শুধুই ভালবাসা (Pure Love)? এক অসম্পূর্ণ দাম্পত্যের সম্পূর্ণ গল্প বলবে জালান প্রোডাকশনের (Jalan Productions)’কথামৃত'(Kothamrito)। ছবির মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) ও অপরাজিতা আঢ্য (Aparajita Adhya),পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক জিৎ চক্রবর্ত্তী (Jiit Chakraborty)। এই ছবির বুননে ‘কথা’র একটা আলাদা গুরুত্ব আছে। না বলতে পারা কথার আড়ালে আসল অনুভূতিটাই জীবন্ত হয়ে ওঠে গানের ভাষায়। প্রসেন – মৈনাকের (Prasen Mainak)জুটি অনবদ্য গানের সৃষ্টি করেছে ছবিতে, যা মন মাতিয়েছে সিনে প্রেমীদের। রূপঙ্কর আর অন্বেষার গাওয়া একটি গান ইতিমধ্যেই জনপ্রিয়তার শীর্ষ ছুঁয়েছে। এবার সেই গান ফেসবুকে গিটার হাতে গেয়ে শোনালেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়ক।

‘থেকেছি ভাবে আড়িতে, ফেলেছি বেলোয়ারীতে, মনের আলমারিতে গন্ধ তোর শাড়িদের’- মনের কথা ঠিক এই ভাবেই অনুভুতির ভাষায় ফুটিয়ে তুলেছেন রূপঙ্কর আর অন্বেষা। এই গান মুক্তি পাওয়ার পর থেকেই মন কেড়েছে নেটিজেনদের। ইতিমধ্যে ছবির অফিসিয়াল ট্রেলারও মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। একজন মূক ও বধির মানুষের চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে । যিনি একটা ছোট্টো লাল ডাইরিতে লিখে রাখেন নিজের মনের সমস্ত কথাগুলো। সেই ডায়েরির নাম “কথামৃত”। গানের পরতে পরতে মিশেছে চেনা জীবনের গন্ধ। গানের একটি লাইন, ‘ গেল না তোর খুনসুটি, পাঁচিল ধরে চল ছুটি, পাঁচমেশালি বায়না তোর হয়েছে, আজ রোজ রুটিন’ – ইতিমধ্যেই গুনগুন করছেন সুরপ্রেমী মানুষেরা। গায়ক নিজেই বলছেন এই গান তাঁর অন্যতম পছন্দের। আর ঠিক সেই কারণেই গান মুক্তি পাওয়ার পর নিজের স্যোশাল মিডিয়া পেজে তা গেয়ে শুনিয়েছে রূপঙ্কর। ছবি মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর ২০২২-এ।

Related articles

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...
Exit mobile version