Monday, August 25, 2025

মুম্বইয়ের বিরুদ্ধে অতীত নিয়ে ভাবতে নারাজ জুয়ান, জয়ই লক্ষ‍্য বাগান কোচের

Date:

শেষ ম‍্যাচে ডার্বি জয়ের পর এবার মিশন মুম্বই। আগামীকাল আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। অ‍্যাওয়ে ম‍্যাচে পুরো পয়েন্ট তুলতে মরিয়া বাগান কোচ জুয়ান ফেরান্দো।

এদিন ঘরের মাঠে অনুশীলন সেরে মুম্বইয়ের উদ্দেশে রওয়না দেয় বাগান ব্রিগেড। রবিবার আরব সাগরের তীরে জুয়ান ফেরান্দোর দল মুখোমুখি হবে মুম্বই সিটি এফসির। এই ম‍্যাচও যে আক্রমনাত্মক ফুটবল খেলবে মোহনবাগান, সেই কথাই বলতে শোনা গেল বাগান কোচের গলায়। মুম্বই সিটি এফসি নিয়ে ফেরান্দো বলেন,” আমরা মুম্বই সিটি এফসিকে যথেষ্ট সম্মান করি। ওরা ভালো দল। ওদের অনেক বড় বড় ফুটবলার আছে। আমরা যদি টিম হিসাবে খেলি, তাহলে আমার মতে এই ম‍্যাচ আমরা জিতব। আমারা এই ম‍্যাচে আক্রমনাত্মক ফুটবল খেলব।”

মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ পড়লেই চাপা টেনশন শুরু হয়ে যায় সবুজ মেরুনে। গত দুই বছরের শেষ ছটি সাক্ষাতে চারটে ম্যাচ হেরেছে বাগান ব্রিগেড। দুবার ড্র করেছে। জুয়ান ফেরান্দো অবশ্য সেসব দিকে চোখ দিতে নারাজ। তিনি বলেন,” প্রতিটি ম্যাচের শুরুতে স্কোরবোর্ড শূন্য থেকে শুরু হয়।  প্রতিটি লড়াই এগারো বনাম এগারো। তাই অতীতে কি হয়েছে তা ভেবে সময় নষ্ট করার অর্থ নেই।”

এদিকে প্রতিপক্ষ শিবিরে গ্রেগ স্টুয়ার্ট, লালরিনজুয়ালা ছাংতেরা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে সবসময় তৈরি।  রবিবারও একইভাবে তারা যে চ্যালেঞ্জ ছুড়বেন তা জানে এটিকে মোহনবাগান। তাই ডার্বির পর থেকে বন্ধ দরজার আড়ালে দলকে তৈরি করেছেন কোচ জুয়ান ফেরান্দো। তার মতে গ্রেগ স্টুয়ার্ট,ছাংতেরা ভালো ফুটবলার। তবে শুধু এক বা দুজন ফুটবলারকে নিয়ে নয় প্রতিপক্ষের এগারোজনকেই আটকানোর ছক কষছেন তিনি।

এদিকে কোচের পাশে বসে আগামীকালের ম‍্যাচ নিয়ে মনবীর সিং বলেন,“আমাদের দলে সকলেই গোল পাচ্ছে।  তার ফলে চিন্তা কমেছে। যত বেশি ম্যাচ আমরা খেলব ততই ভালো খেলব আমরা। আগামীকালের ম‍্যাচে আমরা জয়ের জন‍্যই ঝাঁপাব।”

আরও পড়ুন:জন্মদিনে অকপট বিরাট: রোহিত এবং নিজের সম্পর্ক নিয়ে কী বললেন কোহলি?

 

 

Related articles

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...
Exit mobile version