শুক্রবারই কলকাতায় পা রেখেছেন বিশ্বকাপার কাফু। আর তারপর দিয়েই কলকাতায় শুরু হয়ে গিয়েছে কাফু ম্যানিয়া। ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক শনিবার মহামেডান মাঠে বল পায়ে নামলেন। ফুটবলের মক্কায় ম্যাচ খেললেন এবং করলেন জোড়া গোল এবং জিতলেন কলকাতার মন।

এদিন ঘোড়ার গাড়িতে চড়ে মহামেডান মাঠে আসেন কাফু। কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধন করেন তিনি। ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন উদ্যোক্তাদের অল স্টার একাদশের হয়ে প্রদর্শনী ম্যাচে খেলেন ৫২ বছরের কাফু। কাফুদের বিপক্ষে কলকাতা পুলিশ অল স্টার একাদশের হয়ে খেলেন লিয়েন্ডার পেজ, মনোজ তিওয়ারি, অ্যালভিটো ডি’কুনহারা। ম্যাচে ৪-০ গোলে জেতেন কাফুরা। এই বয়সেও জোড়া গোল করে কলকাতার মন জয় করলেন ব্রাজিলীয় কিংবদন্তি।
এদিন সিএবি-তে ও যান কাফু। সিএবি-তে গিয়ে ইডেন গার্ডেন্স ঘুরে দেখেন তিনি। তাঁকে সংবর্ধিত করা হয় এবং বিশেষ টাই উপহার দেওয়া হয় সিএবি-র তরফ থেকে।

আরও পড়ুন:জল্পনার অবসান, আইলিগ বিজয়ীরা খেলবে আইএসএল-এ, জানালেন AIFF সভাপতি
