Haldia: সুতাহাটা পল্লীশ্রী সমবায় সমিতির নির্বাচনে বিরোধী শূন্য তৃণমূল!

শনিবার বিরোধী বিজেপি-সিপিএমকে দুরমুশ করে সবকটি আসনেই জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। নির্বাচনের ফলাফল ১২ - ০।

0
1

হলদিয়ার (Haldia) সুতাহাটা (Sutahata) পল্লীশ্রী সমবায় সমিতির নির্বাচনে (Pallishree Samabay Samiti Election) জয়জয়কার তৃণমূল কংগ্রেসের (TMC)। শনিবার বিরোধী বিজেপি-সিপিএমকে (BJP-CPIM) দুরমুশ করে সবকটি আসনেই জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। নির্বাচনের ফলাফল ১২ – ০। বিজেপির এক প্রার্থী à§§ টি মাত্র ভোট পেয়েছেন৷ করুণ অবস্থা সিপিএমের প্রার্থীদেরও।

আর এদিন সমবায় সমিতির জয়ের পর ব্লক জুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসব। সবুজ আবীরে রঙিন হয়ে উঠেছে এলাকা। তবে সমবায় সমিতির নির্বাচন হলেও গদ্দারের হাত থেকে মুক্তি চান পূর্ব মেদিনীপুরের (East Midnapore) সাধারন মানুষ। শনিবার সেই ছবিই যেন প্রকট হল। কিছুদিন আগেও এই জেলারই একটি সমবায় সমিতির ভোটে নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস।

ভোটের ফলাফল বেরোনর পর সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক মিশ্র (Ashok Mishra) বলেন, গ্রামাঞ্চলে রাজ্য সরকারের একাধিক উন্নয়নমুখী প্রকল্পের সুবিধা এবং সুতাহাটার এই সমবায় সমিতিতে কাস্টমার সার্ভিস পয়েন্ট বা ব্যাঙ্কিং পরিষেবা চালু হওয়ার কারণেই সাধারন মানুষ দুহাত ভরে তৃণমূলকে আশীর্বাদ করেছেন।