Saturday, August 23, 2025

গোবলয়ে জয় পেলেও দক্ষিণ হাতছাড়া বিজেপির! মহারাষ্ট্রে উদ্ধব-তেলেঙ্গানায় টিআরএস

Date:

চার রাজ্যের ৭ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে (By Election) জয় পেল বিজেপি (BJP)। উত্তরপ্রদেশ (Uttar Pradesh), ওড়িশা (Odisha) ও বিহারের (Bihar) মতো জায়গায় নিজেদের জেতা আসন ধরে রাখতে সক্ষম গেরুয়া শিবির। পাশাপাশি হরিয়ানার উপনির্বাচনে (Hariyana By Election) একটি আসন কংগ্রেসের (Congress) হাত থেকে ছিনিয়ে নিল বিজেপি। শুক্রবার দেশের চারটি রাজ্যের ৭ টি বিধানসভা কেন্দ্রে হয় উপনির্বাচন। ৭ আসনে মূল লড়াই ছিল বিজেপির সঙ্গে কংগ্রেস ও আঞ্চলিক দলগুলির। উত্তরপ্রদেশের গোলা গোরক্ষনাথ আসনটিতে বিজেপি বিধায়কের মৃ*ত্যুর ফলে উপনির্বাচনের প্রয়োজন পড়ে। এই আসনে সরাসরি লড়াই ছিল বিজেপি এবং সমাজবাদী পার্টির (Samajwadi Party) মধ্যে। দ্বিমুখী লড়াইয়ে নিজেদের আসন ধরে রাখতে সক্ষম হয় বিজেপি।

বিহার বিধানসভা কেন্দ্রের দুটি আসনেই সরাসরি লড়াই বিজেপি এবং আরজেডির (RJD)। যদিও এই দুটি কেন্দ্রে প্রার্থী দেয়নি জেডিইউ ও কংগ্রেস। একটি আসনে জয়ী হয় বিজেপি। অপর আসনটি যায় আরজেডির দখলে। অন্যদিকে বিজেপির হাতেই থাকল দু’দশক ধরে দখলে থাকা গোপালগঞ্জ আসনটি। বিহারের আরেকটি আসন মোকামায় আরজেডির বিধায়ক বরখাস্ত (Suspend) হওয়ায় উপনির্বাচনের প্রয়োজন পড়ে। পাশাপাশি বিজেপি বিধায়কের মৃ*ত্যুতে উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে ওডিশার একটি আসনে। এই আসনটিও পুনরায় নিজেদের দখলে রাখল গেরুয়া শিবির।

অপরদিকে, হরিয়ানার (Hariyana) একটি আসনে কংগ্রেস বিধায়ক কুলদীপ বিষ্ণোই (Kuldeep Bishnoi) পদত্যাগ করে বিজেপিতে যোগদানের কারণে উপনির্বাচনের প্রয়োজন পড়েছিল। সেই আসনটিও কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। তবে এবারের উপনির্বাচনে মহারাষ্ট্রের আন্ধেরি ইস্ট (Andheri East) এবং তেলেঙ্গানার মুনুগোডে (Telengana Munugode) কেন্দ্রে সবচেয়ে বেশি নজর ছিল। শিব সেনার বিচ্ছেদের পর প্রথমবার আন্ধেরি ইস্টেই ভোটের ময়দানে অবতীর্ণ হয়েছিল উদ্ধবগোষ্ঠী শিব সেনা (Shivsena)। শিব সেনার বিধায়কের মৃত্যুর পরই এই আসনে উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে। বিজেপি, বা একনাথ শিণ্ডে (Eknath Shinde) শিবির এই কেন্দ্রে প্রার্থী দেয়নি। ফলে ওই কেন্দ্র থেকে শিব সেনার একপ্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।

এছাড়া তেলেঙ্গানায় (Telengana) কংগ্রেস বিধায়ক পদত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ায় উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে। সেরাজ্যে শাসকদল টিআরএস (Telengana Rashtra Samity) এবং বিজেপির জোর টক্কর শেষে জয়ী হয় টিআরএস।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version