Friday, December 12, 2025

জ্ঞানবাপী মসজিদের ‘শিবলিঙ্গ’-এর বয়স পরীক্ষায় পুরাতত্ত্ববিদদের মত চাইলো আদালত

Date:

Share post:

জ্ঞানবাপী মসজিদে(Gyan Bapi Mosque) পাওয়া সেই তথাকথিত শিবলিঙ্গের বয়স নির্ধারণের পরীক্ষা সম্ভব কিনা তা জানতে পুরাতত্ত্ব বিশেষজ্ঞদের মতামত চাইলো এলাহাবাদ হাইকোর্ট(Allahabad High Court)। পুরাতত্ত্ব বিভাগের প্রধানকে এ বিষয়ে লিখিতভাবে তার মতামত জানানোর নির্দেশ দিয়েছে আদালত। কার্বন ডেটিং পদ্ধতির(carbon dating process) সাহায্যে ‘শিবলিঙ্গের’ বয়স পরীক্ষার বিষয়ে মত চাওয়ার পাশাপাশি সোমবার এএসআইয়ের প্রধানকে আদালত নির্দেশ দিয়েছে, গ্রাউন্ড পেনিট্রেটিং রেডারের মাধ্যমে জ্ঞানবাপী মন্দিরের অন্দরে পরীক্ষার জন্য খননকার্য চালানো সম্ভব কি না, তা জানাতে।

উল্লেখ্য, জ্ঞানবাপী মসজিদে হিন্দু দেবদেবীর অস্তিত্বের দাবি জানিয়ে পুজোর অনুমতি চেয়ে আদালতে মামলা করেছিলেন পাঁচ জন। তারই প্রেক্ষিতে মসজিদের অন্দরের ভিডিয়ো সমীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন বারাণসীর নিম্ন আদালত। এরপরই হিন্দু পক্ষের তরফে প্রাপ্ত নমুনাগুলির কার্বন ডেটিং পরীক্ষার আবেদন জানানো হয় গত ২২ সেপ্টেম্বর। তবে ১৪ অক্টোবর সে আবেদন খারিজ করে দেয় বারাণসী জেলা আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয় হিন্দু পক্ষ। হিন্দু-পক্ষের আবেদনের ভিত্তিতে জ্ঞান ব্যাপী মসজিদে এই ধরনের কোন পরীক্ষা চালানো সম্ভব কিনা তা পুরাতত্ত্ব বিভাগের কাছে বিশদে জানতে চাইল আদালত ।

প্রসঙ্গত, আদালতের নির্দেশে জ্ঞানবাপী মসজিদে ভেতর পর্যবেক্ষক দলের ভিডিয়োগ্রাফির রিপোর্টে মসজিদের ওজুখানার জলাধারে শিবলিঙ্গের মতো আকৃতির একটি কাঠামোর খোঁজ পাওয়া যায়। এটি কে শিবলিঙ্গ বলে দাবি করে হিন্দু। যদিও মুসলিম পক্ষে তরফে পাল্টা দাবি করা হয়, সেটি আসলে ফোয়ারা। এই জটিলতা কাটাতেই ওই তথাকথিত শিবলিঙ্গের কার্বন ডেটিংয়ের আবেদন জানায় হিন্দু পক্ষ। যদিও ‘শিবলিঙ্গে’র বয়স নির্ধারণে কার্বন ডেটিং পদ্ধতির প্রয়োগ নিয়ে অবশ্য ধন্দ রয়েছে বিশেষজ্ঞদের একাংশের মধ্যে।

spot_img

Related articles

বিহারে পিতৃতান্ত্রিক সমাজ বদলের ডাক: মহিলা ভাতায় কটাক্ষ লালু-কন্যার

আফসোস নাকি অভিযোগ? বিহারের নির্বাচনে পরাজয়ের পরে লালু প্রসাদ যাদবের পরিবারে যে ভাঙন ধরেছিল তাতে বড়সড় আঘাত পেয়েছিলেন...

হোটেল থেকেই করবেন মূর্তির উদ্বোধন, মেসি ম্যাজিকের অপেক্ষায় যুবভারতী

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, শুক্রবার গভীর রাতে কলকাতায় পা দিচ্ছেন ফুটবলের রাজপুত্র লিও মেসি (Leo Messi)। মাত্র ১২...

ডবলইঞ্জিনের রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী! পুশব্যাকের হুমকি

ফের ডবলইঞ্জিন শাসিত রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য ওড়িশায় (Orissa)...

টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে শুরু অলিম্পিকা নাইট, অতিথি প্রণয়

টেকনো ইন্ডিয়া গ্রুপের(Techno India Group) উদ্যোগে শুরু হল পঞ্চম সংস্করণে অলিম্পিকা নাইট।  এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত...