Tuesday, November 4, 2025

‘গুরু নানক ভবনে’র জমি প্রস্তুত, সঠিকভাবে আবেদন করুন: পরামর্শ মুখ্যমন্ত্রীর

Date:

গুরু নানক ভবনের জন্য যে জমি চাওয়া হয়েছিল, সেটা প্রস্তুত। তবে, তার জন্য সঠিকভাবে আবেদন করতে হবে। সোমবার, বিকেলে গুরু নানকের (Guru Nanak) জন্মজয়ন্তী উপলক্ষ্যে শহিদ মিনারের (Shahid Minnar) অনুষ্ঠানে যোগ দিয়ে এই পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ওই জমিটির বাজার মূল্য ৬ কোটি টাকা। সেটা দেওয়া বিষয়ে নির্দিষ্ট পদ্ধতি আছে। সেই জমিতে জনসেবামূলক কাজ, লঙ্গরখানা ইত্যাদি হবে বলে উল্লেখ করে আবেদন করতে হবে। আবেদন পত্র প্রথমে বোর্ডে ও পরে মন্ত্রিসভায় (Cabinet) পাশ করাতে হবে। সেইভাবে আবেদন করলেই জমি এক টাকার বিনিময়ে দেওয়া যাবে। তবে, জমি প্রস্তুত বলে জানান মুখ্যমন্ত্রী।

এদিনের অনুষ্ঠানে শিখ ধর্মগুরুদের আত্মত্যাগের কথা স্মরণ করেনম মমতা। তিনি বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সবার আগে পাঞ্জাব ও বাংলা রয়েছে। গুরু নানক জন্মজয়ন্তী উপলক্ষ্যে সবাইকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নদিয়া সফর থাকায় এদিনই অনুষ্ঠানে যোগ দেন তিনি। হালুয়া খাওয়ার আবদারও করেন মমতা। বলেন, “আমাকে হালুয়া পাঠিয়ে দেবেন।“

প্রথমে অনুষ্ঠানস্থলে পৌঁছে গুরুনানকের প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ অন্যান্যরা।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version